শামির পাঁচে ৫৫ রানেই অলআউট শ্রীলঙ্কা
কলম্বো যেন ফিরে এল ওয়াংখেড়েতে! শুরুতে ব্যাট করতে নামা ভারতের বিশাল লক্ষ্যমাত্রা, ৩৫৮ রান, তা টপকাতে গিয়ে নিজেদের উইকেট সামলানো জটিল হয়ে পড়ল শ্রীলঙ্কার জন্য। ১৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে ৫৫ রানে গুটিয়ে যায় লঙ্কানরা।