কর্মে-গুণে-রানে-মাঠে: ‘ফ্যাব ফোর’ এর শেষ যাত্রা
‘ফ্যাব ফোর’, ইংরেজিতে ‘FAB FOUR’- এর উৎপত্তি করেছিলেন সাবেক নিউজিল্যান্ড কিংবদন্তি মার্টিন ক্রো। কারা ছিলেন এই ফ্যাব ফোর? ছিলেন না, বরং এখনো আছেন। ভিরাট কোহলি (ভারত), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), জো রুট (ইংল্যান্ড), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)।