পাকিস্তানকে পাত্তা না দিয়ে ভারতের সবচেয়ে বড় জয়
প্রথম ইনিংসে শুধু ভারতীয় ব্যাটিং প্রদর্শনী চলল বলা ভালো। উদ্বোধনী দুই ব্যাটারের অর্ধশতক রান। রাহুল-কোহলি মিলে দুইশো ছাড়ানো জুটি, দুজনের ব্যাটে আসা শতক- সব মিলিয়ে পাকিস্তানি বোলারদের তুলোধুনো অবস্থা করার যাবতীয় কর্ম সম্পন্ন করেছে ভারত।