সিলেটকে উড়িয়ে দিয়ে রংপুর রাইডার্সের ফাই-ফার
মুশফিক-হৃদয়ের ১১১* রানের জুটিতে সিলেট স্ট্রাইকার্সের ১৭০। কিন্তু এতেও রক্ষা হয়নি। পেরেরা-রুবেলদের উপর তান্ডব চালিয়েছেন রনি তালুকদার। উড়তে থাকা সিলেটকে মাটিতে নামিয়ে রংপুর রাইডার্স পূর্ণ করল জয়ের ফাই-ফার। বোলারদের ব্যর্থতায় রনি তালুকদারের ঝড়ো ব্যাটিং। ম্লান