ভারতের বিশ্বরেকর্ডের ম্যাচে মুখ থুবড়ে পড়ল শ্রীলঙ্কা
ওয়ানডে সিরিজটা যেন হল একপেশে, শ্রীলঙ্কার লড়াইয়ের প্রভাব ছিটেফোঁটা যেন পড়ল না বাইশগজে। টি-টোয়েন্টিতে যা'ও একটু জমিয়েছিল দাসুন শানাকার ব্যাট, ওয়ানডেতেও সেই শানাকার ব্যাটে খানিকটা লড়াই করেছিল প্রথম ম্যাচে। এরপর আর খুঁজে পাওয়া যায়নি শ্রীলঙ্কাকে।