

সময়টা মোটেও ভালো যাচ্ছেনা ইমরুল কায়েসের। সেটা ইমরুল নিজেও জানেন ভালোমত। তবে নিজের সাথে ফেরার যুদ্ধ করছেন নিয়মিত।
সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষেও ছিলেন বাজে পারফর্মারদের একজন। দুই টেস্টের চার ইনিংস মিলে ৩০ রানও করতে পারেননি তিনি। প্রথম টেস্টে শূন্য আর দুই রান। পরের টেস্টে চার আর পনেরো রান।
তবুও ইমরুল নির্বাচকদের সুনজরে। ব্যাপারটা বিস্ময়কর মনে হলেও আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের দলে ঠিকই যায়গা করে নিয়েছেন ইমরুল কায়েস।
নিজের টেস্ট জার্সিটা প্রথম গায়ে চাপিয়েছিলেনই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ব্লুমফন্টেইনেই ২০০৮ সালে বাংলাদেশের হয়ে টেস্টে মাঠে নেমেছিলেন ইমরুল। নয় বছর আবারো দক্ষিণ আফ্রিকা সফরে ডাক পেয়ে কায়েস বুঝিয়েছেন অভিজ্ঞতার জোরেই দক্ষিণ দলে টিকে গেছেন তিনি।
তাছাড়া নির্বাচকরাও চাননা দক্ষিণ আফ্রিকার মত কন্ডিশনে নতুন কাউকে দিয়ে পরীক্ষা চালানো। এ নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, “দক্ষিণ আফ্রিকা সফর অনেক চ্যালেঞ্জিং হবে আমাদের জন্য। আমরা চাইনা সেখানে নতুন কাউকে খেলতে নামিয়ে দিয়ে ক্যারিয়ারের বিপর্যয় ডাকতে। এ জন্য দলে অভিজ্ঞদের প্রাধান্য দিয়েছি।”
ইমরুলকে দলে রাখার ব্যাপারে নান্নু বলেন, “আমরা ওকে আরেকটি সুযোগ দিচ্ছি যাতে সে নিজেকে ফিরে পায়। তাছাড়া সে বাউন্সি উইকেটে যথেষ্ঠ ভালো খেলে।”