

আগামীকাল (১০ সেপ্টেম্বর) বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিলেট সিক্সার্সের। দলের শুভ উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ফ্র্যাঞ্চাইজিটির আইকন খেলোয়াড় সাব্বির রহমান।
রবিবার সিলেটে সংবাদ সম্মেলন ও ঈদ পুনর্মিলনীসহ অনাড়ম্বর অনুষ্ঠান আয়োজন করে যাত্রা শুরু করবে দলটি। সম্পূর্ণ নতুনত্ব নিয়ে অর্থমন্ত্রী আবদুল মুহিতের ছেলে সাহেদ মুহিত সিলেট সিক্সার্সের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। এদিন দুপুর ২ টায় সিলেটের ধোপাদিঘীর পাড়ের হাফিজ কমপ্লেক্সে মধ্যাহ্নভোজ শেষে বেলা সাড়ে ৩ টায় আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে সাংবাদিকদের মুখোমুখি হবে ফ্র্যাঞ্চাইজিটি।
বিকাল সাড়ে ৪টায় যাত্রা শুরু করে সন্ধ্যা ৬ টায় শুরু হবে জমকালো সঙ্গীতানুষ্ঠান। এই গানের অনুষ্ঠানে অংশ নেবেন দেশের বিখ্যাত সঙ্গীত শিল্পীরা। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে থাকবেন অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিত। অতিথিদের অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করবে সিলেট সিক্সার্স।
বিপিএলের গত আসরে অংশ নেয়নি সিলেট দল। তবে এবার নিজস্ব মালিকানায় বিপিএলে ফিরেছে সিলেট। সিলেটবাসী এই মৌসুমে দলের সাথে পাচ্ছে হোম ভেন্যুও। এছাড়া এবার বিপিএল শুরু হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে। ‘লাগলে বারি……বাউন্ডারি!’ শ্লোগান নিয়ে ঘরের মাঠে খেলা উপভোগ করার জন্য বেশ মুখিয়ে আছেন সিলেটের ক্রীড়াপ্রেমীরা।
সাতটি দল নিয়ে চলতি বছরের নভেম্বরে পর্দা নামবে বিপিএলের পঞ্চম আসরের। বিপিএলের গত আসরে খেলা সাতটি দলের মধ্যে বাদ পড়েছে বরিশাল, যুক্ত হয়েছে সিলেট।