

সন মিলিয়ে ম্যাচে এই মুহূর্তে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। তৃতীয় দিন শেষে সফরকারীদের হাতে রয়েছে ১ উইকেট, লিড ৭২ রানের। তবে পেছনের সিটে নিজেদের বসিয়ে রাখতে ঠিক রাজী নন মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় টেস্টের সফল এই স্বাগতিক পেসার মনে করছেন, ব্যাটসম্যানরা দেখেশুনে খেললে জয় পাওয়াটা কঠিন হবেনা।
মাঠে দারুণ নৈপুণ্য প্রদর্শনে অভ্যস্ত মুস্তাফিজ সংবাদ সম্মেলন কক্ষে আসলেই ঢুকে যান খোলসে। বুধবারে চট্টগ্রামেও অবস্থা পাল্টেনি খুব একটা। ২২তম জন্মদিনটা সতীর্থদের সাথে কেক কেটে উদযাপন করেই গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন দলের প্রতিনিধি হিসেবে।
শুরুতে খুব ফুরফুরে মেজাজে থাকলেও সাংবাদিকদের প্রশ্ন আসতে শুরু করলে সেই পুরোনো ‘এক দুই কথার উত্তর’ই বেছে নেন দ্যা ফিজ। তবে সেই অল্প কথায়ই ব্যক্ত করেছেন চট্টগ্রাম টেস্ট জেতার আশা।
ব্যাটসম্যানদের তাকিয়ে আছেন বাঁ-হাতি এই পেসার। তার ভাষ্যে ব্যাটসম্যানরা যদি নিতে পারে দায়িত্ব, খেলতে পারে সেরা খেলাটা, বড় লক্ষ্যমাত্রা দিয়ে প্রতিপক্ষকে কাবু করা খুব একটা কঠিন হবেনা।
“আর একটা উইকেট নিতে হবে। এখনো দুই দিন আছে। আমাদের ব্যাটসম্যানরা যদি বড় টার্গেট দিতে পারে, অসম্ভব কিছু না।”
বড় সেই লক্ষ্যমাত্রাটা ঠিক কত হতে পারে, এমন প্রশ্নের জবাবে আবারও ঢুকে গিয়েছিলেন খোলসে। আবছা জবাবে জানিয়েছেন ম্যাচটা এখনও নিয়ন্ত্রণেই আছে।
‘কত বড় লক্ষ্য সেটা বলা তো কঠিন। যদি খুব ভাল ক্রিকেট খেলতে পারি, তবে অসম্ভব কিছুনা।’