

আবহাওয়া পূর্বাভাসে চোখ রাঙ্গাচ্ছিল বৃষ্টি। ম্যাচ শুরুর আগের দিন পর্যন্ত বৃষ্টি হলেও ম্যাচ শুরুর পর বৃষ্টি হয়নি। অবশেষে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে এসে বৃষ্টি নামলো চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার মিনিট ত্রিশ আগে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। দশ মিনিট পরেই বৃষ্টির মাত্রা বাড়ে।

ধারণা করা হচ্ছে প্রথম সেশন ভেসে যেতে পারে বৃষ্টিতে। যদিও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই উন্নতমানের। বৃষ্টি থামার পর দ্রুতই খেলা শুরু করা সম্ভব। তবে সবার আগে থামতে হবে বৃষ্টি।
দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ অস্ট্রেলিয়ার চেয়ে ৮০ রানে এগিয়ে। যদিও স্কোরবোর্ডে ২২৫ রান তুলতে অজিরা হারিয়েছে মাত্র দুইটি উইকেট। ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসের ফর্ম ধরে রেখে শতক থেকে ১২ রান দূরে থেকে অপরাজিত আছেন ডেভিড ওয়ার্নার, তাকে যোগ্য সঙ্গ দিতে থাকা হ্যান্ডসকম্ব অপরাজিত ৬৯ রান করে।