

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে সিলেট সিক্সারসের হয়ে খেলবেন নাসির হোসেন। এছাড়া নুরুল হাসান সোহান ও তাইজুল ইসলামকেও দলে ভিড়িয়েছে বিপিএলের নতুন এই ফ্র্যাঞ্চাইজিটি।
বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজিটির নাম নিয়ে ধন্দ থাকলেও ‘সিলেট সিক্সারস’ নামটি নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজিটির সিইও।
ঢাকা ডায়নামাইটস, খুলনা টাইটান্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রাজশাহী কিংস, রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংস আগের আসরের ক্রিকেটারদের ধরে রাখতে পেরেছে। নতুন দল হিসেবে সিলেটের সামনে তাই সুযোগ ছিলো প্লেয়ার ড্রাফটের আগে নিজেদের পছন্দসই ৩ জন বাংলাদেশী ক্রিকেটারকে বেঁছে নেওয়ার।

বিপিএলের গত আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলা নাসির হোসেন, রাজশাহী কিংসের হয়ে খেলা নুরুল হাসান ও বরিশাল বুলসের হয়ে খেলা তাইজুল ইসলাম এবার খেলবেন সিলেটের হয়ে। এর আগে সাব্বির রহমানকে আইকন ক্রিকেটার ঘোষণা করেছিলো নতুন এই ফ্র্যাঞ্চাইজিটি।
গত সোমবার তিনজন বাংলাদেশী ক্রিকেটারের নাম জমা দেওয়ার জন্যে শেষ সময় ছিলো সিলেটের। নির্ধারিত সময় অতিবাহিত হয়ে যাওয়ার পূর্বেই নাসির,নুরুল,তাইজুলদের নাম জমা দেয় দলটি।
সাতটি দল নিয়ে চলতি বছরের নভেম্বরে পর্দা নামবে বিপিএলের পঞ্চম আসরের। বিপিএলের গত আসরে খেলা সাতটি দলের মধ্যে বাদ পড়েছে বরিশাল, যুক্ত হয়েছে সিলেট।