

মাঠ খেলার অনুপযোগী থাকায় কোন প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ হয়নি সফরকারী অস্ট্রেলিয়ার। সিরিজের আগে কোন প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলার কারণে টাইগারদের কাছে ২০ রানে হার মেনেছিল অজিরা। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোতে লেখা কলামে এমনটাই বলেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তী ইয়ান চ্যাপেল।
বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার নতুন মৌসুমের পরে এটিই প্রথম টেস্ট। এর আগে অস্ট্রেলিয়া ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফরও হয়নি। চ্যাপেলের মতে, এসব কারনেই অস্ট্রেলিয়া হেরেছে। তবে চ্যাপেলের সাথে একমত নন অজি কাপ্তান স্টিভেন স্মিথ।
রবিবার (৩ সেপ্টেম্বর) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে চ্যাপেলের কলাম সম্পর্কে স্মিথ জানান, ‘প্রস্তুতি ম্যাচটা খেলতে পারলে অবশ্যই ভালো হতো। কিন্তু এটাকে আমি অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না। আমরা যতটা ভালো খেলতে পারতাম, সেরকম পারিনি খেলতে। বাংলাদেশ আমাদের স্রেফ উড়িয়ে দিয়েছে।’
মিরপুর টেস্টে হারের পর সিরিজ হারের শঙ্কায় পড়েছে অস্ট্রেলিয়া। সফরকারী দল চাপে থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে স্মিথ বলেন, ‘স্কোরলাইন যাই হোক, আন্তর্জাতিক ক্রিকেট সবসময়ই চাপের। আমরা ১-০ ব্যবধানে পিছিয়ে আছি। সিরিজ সমতায় শেষ করতে হলে জিততেই হবে এবং সেটার জন্য গত সপ্তাহের থেকে আমাদের অনেক ভালো খেলতে হবে।’
দলের সাথে ও’কিফের অন্তর্ভুক্তি নিয়ে অজি অধিনায়ক জানান, ‘স্কোয়াডে ও’কিফের যোগ হওয়াতে দলের জন্য বেশ ভালো হয়েছে। বল স্পিন করলে খুব ভালো বিকল্প হতে পারে তিন জন স্পিনার। তাই ও’কিফের বেশ ভালো সম্ভাবনা রয়েছে খেলার।’
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে অনুসরণ করতে পারে অস্ট্রেলিয়া। অতিথি অধিনায়কের ভাষ্যমতে, ”আমরা চাইলে তিনজন স্পিনার খেলাতে পারব যেটা বাংলাদেশ গত টেস্টে আমাদের বিপক্ষে করেছে। এটা অনেক ভালো বিকল্প। বোলারদের ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করা যায়, ব্যাটসম্যান থিতু হতে পারে না।’