

মিরপুর টেস্টের দারুণ এক জয় বাংলাদেশ দলকে দিয়েছে বিশ্বাস। দ্বিতীয় টেস্টে চট্টগ্রামে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে মুখোমুখি হওয়ার বেশ আত্মবিশ্বাসী টাইগাররা। দুই বছর টেস্ট দলে সুযোগ পাওয়া নাসির হোসেন বলেছেন, শতভাগ নয়, শেষ টেস্ট জিতে সিরিজ পকেটে পুরতে হলে সামর্থ্যের ৮০ ভাগ দিলেই চলবে।

২৪ মাস পর দলে ফিরেই দেখেছেন দলের জয়। তাই সিরিজটা জিতে সেরা উদযাপনই করতে চান নাসির। চট্টলায় গণমাধ্যমের মুখোমুখি জানিয়েছেন বাংলাদেশ দলের সিরিজ জয়ের প্রত্যয়।
‘ভাল সুযোগ আছে আমাদের। কারণ প্রথম ম্যাচটা ভাল খেলেই জিতেছি আমরা। যদি নাম অনুযায়ী খেলতে পারি আর নিজেদের ৮০ ভাগও যদি দিতে পারি তবুও অস্ট্রেলিয়াকে যেকোন পরিস্থিতিতে হারাতে পারি আমরা।’
মিরপুরে সাদা পোশাকে ফিরে আসার প্রথম ইনিংসে ২৩ রান এসেছিল নাসিরের ব্যাট থেকে। ম্যাচ শেষে সাকিব আল হাসান কৃতিত্ব দিয়েছিলেন ছোট্ট সেই ইনিংসটিকেও। তবে দ্বিতীয় ইনিংসে শিবিরে ফিরেছিলেন শূন্য হাতে। চট্টগ্রামে মাঠে নামার আগে নাসির তাই বিশ্বাস করেন সুযোগ পেলে তার সদ্ব্যবহার করতে তিনি প্রস্তুত।
‘উইকেটটা ব্যাটিংয়ের জন্য তেমন সহায়ক ছিলোনা। রান করা কঠিন মনে হয়েছে। শেষ চার ইনিংসের দিকে তাকান। কোন দল ৩শো রানও করতে পারেনি। এরপরেও আমার চেষ্টা ছিল। দ্বিতীয় টেস্টে আরও ভাল করার আশা আছে।’
এতদিন পর দলে ফিরে নাসিরের উপলব্ধি, বদলে গেছে বাংলাদেশ। ওয়ানডের মত টেস্টেও এখন আমূল পরিবর্তন টাইগারদের। ‘দলে অনেক পরিবর্তন এসেছে। চিন্তাধারা থেকে শুরু করে মন-মানসিকতা, খেলোয়াড়দের নিবেদন সব পাল্টে গেছে। সবাই পরিশ্রমও করছে আগের চেয়ে বেশি। অনেক বদলেছে দল।’
এই বদলে যাওয়া বাংলাদেশই সোমবার সকালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। যেখানে নাসির সহ সবার চোখটাই থাকবে সিরিজ জয়ের মিশনে।