

ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। দুই বছরেরও বেশি সময় পর ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন অফস্পিনার অ্যাশলে নার্স, বাদ পড়েছেন স্যামুয়েল বদ্রি। এছাড়া গত জুলাইয়ে ভারতের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা বাকি ১২ জন খেলোয়াড়কে রাখা হয়েছে।
২৮ বছর বয়সী নার্স ২০১৫ সালের জানুয়ারিতে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন। ২০১১ সালে অভিষেকের পর থেকে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেও উইকেটের দেখা পাননি এখনো। তবে ঘরোয়া পঞ্চাশ ওভারের প্রতিযোগিতায় তিনি সেরা উইকেট শিকারি ছিলেন। সম্প্রতি নার্স সিপিএলে (ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ) ত্রিনবাগো নাইট রাইডার্সের জার্সি গায়ে দুই ম্যাচ খেলেছেন তবে ভাল পারফরম্যান্স দেখাতে পারেন নি।
ক্যারিবিয়ান নির্বাচকদের চেয়ারম্যান কোর্টনি ব্রাউনের ভাষ্যমতে ক্রিস গেইল, সুনীল নারিন, কাইরন পোলার্ড, মারলন স্যামুয়েলস এবং জেরম টেইলরদের মতো অভিজ্ঞদের পাশাপাশি এভিন লুইসের মতো তরুণ খেলোয়াড়দের সম্মিলিত পারফরম্যান্সে ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টিতে ভালো করবে ওয়েস্ট ইন্ডিজ। লুইস ভারতের বিপক্ষে দুই মাস আগে ৫৩ বলে সেঞ্চুরি করেছেন।
আগামী ১৬ সেপ্টেম্বর চেস্টার-লি-স্ট্রিটে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি আয়োজিত হবে। এরপর ১৯ সেপ্টেম্বর ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হবে দুই দলের মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।
ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার চলমান তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-১ সমতা। হেডিংলি টেস্টে ৫ উইকেটে জিতে সতেরো বছর পর ইংল্যান্ডের মাটিতে সাদা পোশাকে ম্যাচ জয়ের স্বাদ পায় ক্যারিবিয়ানরা। লর্ডসে ৭ সেপ্টেম্বর থেকে সিরিজের শেষ ও তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।
ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি স্কোয়াডঃ কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), ক্রিস গেইল, এভিন লুইস, মারলন স্যামুয়েলস, জ্যাসন মোহাম্মদ, সুনীল নারিন, কাইরন পোলার্ড, রন্সফোর্ড বিটন, রোভম্যান পাওয়েল, চাদউইক ওয়াল্টন (উইকেটরক্ষক), অ্যাশলে নার্স, জেরম টেইলর, কেসরিক উইলিয়ামসন।