র‍্যাংকিংয়ে আগালেন তামিম,সাকিব,মিরাজ,তাইজুলরা

featured photo1 87
Vinkmag ad

নিজেদের পঞ্চাশতম টেস্টে উজ্জ্বল ছিলেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। বোলিংয়ে নিজেদের কার্যকারিতা প্রমাণ করেছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। ফলাফল সবাই পেয়েছেন হাতেনাতে। র‍্যাংকিংয়ে আগিয়েছেন প্রত্যেকেই।

DIAS0UzXYAAb5no 1
ক্যারিয়ার সেরা ৭০৯ রেটিং পয়েন্ট নিয়ে সেরা ১৫ তে তামিম

প্রথম ইনিংসে ৭১ করার পর দ্বিতীয় ইনিংসে তামিম ইকবালের ব্যাটে এসেছিলো ৭৮ রান। আর তাতেই টেস্ট ব্যাটসম্যানের র‍্যাংকিংয়ে ৬ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৭০৯ রেটিং পয়েন্ট নিয়ে ১৪ নম্বর অবস্থানে তামিম ইকবাল।

267614
অলরাউন্ডারের শীর্ষস্থান মজবুত করার পাশাপাশি বোলারদের র‍্যাংকিংয়ে আগিয়েছেন সাকিব

তামিম ইকবালের মতো ১৪ নম্বর জায়গাটা নিজের করে নিয়েছেন সাকিব আল হাসানও। টেস্ট বোলারদের র‍্যাংকিংয়ে ৩ ধাপ এগিয়ে এখন ক্যারিয়ার সেরা ৭০৫ রেটিং পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে সাকিব। অজিদের বিপক্ষে ম্যাচে দশ উইকেট পাওয়ার পুরষ্কার বলা চলে এটা।

সাকিব আল হাসানের মতো বোলারদের র‍্যাংকিংয়ে আগিয়েছেন মিরাজ ও তাইজুলও। তিন ধাপ এগিয়ে ৩০ নম্বরে মিরাজ ও চার ধাপ এগিয়ে ৩২ নম্বরে তাইজুল।

তাছাড়া অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে নিজের অবস্থান আরো মজবুত করেছেন সাকিব আল হাসান। ক্যারিয়ার সেরা ৪৮৯ রেটিং পয়েন্ট এখন সাকিবের। দুইয়ে থাকা রবীন্দ্র জাদেজার রেটিং পয়েন্ট ৪৩০।

267607
দারুণ শতকে সেরা দশে জায়গা মিলেছে ওয়ার্নারের

এদিকে চতুর্থ ইনিংসে দারুণ শতক তুলে নিয়ে ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে সেরা দশে প্রবেশ করেছেন অজি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। পাঁচ ধাপ এগিয়ে র‍্যাংকিংয়ের ছয়ে এখন ডেভিড ওয়ার্নার। রেটিং পয়েন্ট কমলেও শীর্ষস্থান ধরে রেখেছেন অজি দলপতি স্টিভেন স্মিথ।

Shihab Ahsan Khan

Shihab Ahsan Khan, Editorial Writer- Cricket97

Read Previous

পাঁচ বছর নিষিদ্ধ হলেন শারজিল খান

Read Next

ধোনির ৩০০ তম ওয়ানডেতে আগে ব্যাটিংয়ে ভারত

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share