

দক্ষিণ আফ্রিকার বর্তমান কোচ রাসেল ডোমিঙ্গোর পদত্যাগের পরই ভেসে আসা গুঞ্জনটা সত্যিতে পরিণত হল। চার বছর দায়িত্ব পালনের পরও তার প্রতি আগ্রহ দেখায়নি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। ওটিস গিবসনকে রাসেল ডোমিঙ্গোর জায়গাতে নিয়োগ দেওয়া হয়েছে।

ইংল্যান্ডের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করতে থাকা সাবেক উইন্ডিজ পেসার ওটিস গিবসন দায়িত্ব পেয়েছেন দক্ষিণ আফ্রিকা দলের প্রধান কোচের। সবকিছু অনেকটা চূড়ান্তই, চলমান ওয়েষ্ট ইন্ডিজ-ইংল্যান্ড সিরিজ শেষেই দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ হিসেবে যোগ দিবেন তিনি।
এর আগে ২০১০-২০১৪ ওয়েষ্ট ইন্ডিজের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন ওটিস গিবসন। তার অধীনেই ২০১২ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতে ওয়েষ্ট ইন্ডিজ।
প্রসঙ্গত, তাকে ইংল্যান্ড বোলিং কোচ থেকে আগে আগে নিয়ে যেতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে ক্ষতিপূরণ দিতেও রাজি হয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।