

উপমহাদেশে সফল হতে প্রয়োজন স্পিনারদের অবদান আর এই মুহূর্তে এটা ভালভাবেই উপলব্ধি করতে পারছে অস্ট্রেলিয়া, তাই বাড়তি একজন স্পিনারকে ডেকে পাঠালো চট্টগ্রাম টেস্টের জন্য।
গতকাল আহত হয়ে মাঠ ছেড়েছেন জস হেজেলউড আর তার পরিবর্তে একজন স্পিনারকে ডেকে পাঠিয়েছে অস্ট্রেলিয়া। আর তাদের পছন্দ উপমহাদেশে সফল স্টিভ ও’কিফ। ও’কিফ গত ভারত সফরে অস্ট্রেলিয়াকে দারুণ এক জয় উপহার দিয়েছিল। বোর্ডার-গাভাস্কার সিরিজে ১৯ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন।
কিন্তু আগামি মাসে ভারত সফরে ওয়ানডে দলে হেজেলউডের পরিবর্তে কেইন রিচার্ডসনকে দলে নিয়েছে অস্ট্রেলিয়া। এই বিষয়ে অস্ট্রেলিয়া নির্বাচক কমিটির চেয়ারম্যান ট্রিভর হনস বলেন, “ ১৪ জনের দলে প্যাট কমিন্স এর ব্যাকআপ হিসেবে ব্জ্যাকসন বার্ড আছে আর এই বিষয়ে কমিটির পূর্ণ সমর্থন রয়েছে”।
যদিও বাংলাদেশ সফরের আগে অধিনায়ক স্মিথ বলেছিলেন, “২০২১ সালের ভারত সফরের কথা ভেবেই ও’কিফ এর পরিবর্তে অ্যাগারকে দলে নেওয়া হয়েছে”। কিন্তু বাংলাদেশের স্পিনিং ট্রাকে সফলতার জন্য ও’কিফের কোন বিকল্প খুঁজে পায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া।