

মিরপুর টেস্টের দুই ইনিংসের দুই আউট নিয়ে তামিম ইকবালকে বহুদিন পর দোষ দেয়া যায়নি বোধহয়। দুটি আউটই ছিল ভীষণ ভাল দুটি বলে। বলা চলে, পরাস্ত হয়েছিলেন পুরোপুরি। তাই আউট দুটো নিয়ে আফসোসও নেই তামিমের। তবে হ্যাঁ, শতক বঞ্চিত হওয়ায় খানিকটা হতাশ এই উদ্বোধনী ব্যাটসম্যান।
গ্লেন ম্যাক্সওয়েলের বলে প্রথম ইনিংসে ফিরেছিলেন ক্যাচ দিয়ে। করেছিলেন ৭১ রান। সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে গড়েছিলেন মূল্যবান ১৫৫ রানের জুটি।
দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিংয়ে টানা দুই ইনিংসে তুলেছেন অর্ধশতক। ২৪তম অর্ধশতক তুলে হাঁটছিলেন শতকের পথেই। বাংলাদেশও বেশ এগোচ্ছিল তামিমের ব্যাটে চড়ে।
হঠাৎই প্যাট কামিন্সের লাফিয়ে ওঠা বলে ঘটলো ছন্দপতন। তামিমের ব্যাটে চুমো দিয়ে বল ম্যাথু ওয়েডের হাতে জমা পড়লো যতক্ষণে, ততক্ষণে সাজঘরের রাস্তায় তামিম।
মঙ্গলবারের খেলা শেষে মিরপুরে গণমাধ্যমের সামনে দলের প্রতিনিধি হয়ে আসা তামিম জানিয়েছেন নিজের কথা। ‘আমার আউট হওয়া নিয়ে প্রশ্ন থাকা উচিৎ নয়। আমার নিয়ন্ত্রণে ছিলোনা বলটা, একই রকম হয়েছে প্রথম ইনিংসে। তবে ব্যাটিং করেছি যেভাবে তাতে শতক আসা উচিৎ ছিল। নিয়ম মেনে, কষ্ট করে এমন ব্যাটিংয়ের পর একটা শতক আমার প্রাপ্যই ছিল।’