

আশা জাগিয়েও লিডটা বড় করতে না পারার আক্ষেপে পুড়তে হবে কিনা বাংলাদেশের তা জানতে অন্তত একদিন অপেক্ষা করতেই হচ্ছে। তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়া জয় থেকে ১৫৬ রান দূরে, প্রথমবারের মতো টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে বাংলাদেশের দরকার ৮ উইকেট।

নাইটওয়াচম্যান হয়ে উইকেটে আসা তাইজুল ইসলাম যে বেশীক্ষণ টিকতে পারবেন না তা অনুমিতই ছিলো, তবে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও হতাশ করেছেন ইমরুল কায়েস। ৪ রান করে তাইজুল আউট হওয়ার ৬ ওভার পর ২ রান করে আউট হন কায়েস।
প্রথম দিনে ব্যাটিং বিপর্যয় সামাল দিয়েছিলেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। তৃতীয় দিনে সেই দায়িত্ব পালনে তামিম সাথে পেয়েছিলেন অধিনায়ক মুশফিকুর রহিমকে। দু’জন মিলে চতুর্থ উইকেটে যোগ করেন ৬৮ রান।
প্রথম ইনিংসের মতো নিজের পঞ্চাশতম টেস্টের দ্বিতীয় ইনিংসেও অর্ধশতকের দেখা পান তামিম ইকবাল। লাঞ্চ বিরতির পরেই কামিন্সের হঠাৎ লাফিয়ে ওঠা বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে ১৫৫ বল খেলে ৭৮ রান করেন তামিম ইকবাল।
তামিমের বিদায়ের পর প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান (৮৪) করা সাকিব আল হাসানও সাজঘরে ফেরেন। লায়নকে উড়িয়ে মারতে গিয়ে কামিন্সের হাতে ধরা পড়েন ৫ রান করা সাকিব।

সাকিবের বিদায়ের পরেও রানের চাকা সচল রেখেছিলেন মুশফিকুর রহিম ও সাব্বির রহমান। তবে দলীয় ১৮৬ রানের মাথায় মুশফিক-সাব্বির জুটি ভাঙে দুর্ভাগ্যজনক ভাবে মুশফিক রান আউটের শিকার হলে। দলকে ঐ ১৮৬ রানে রেখে আউট হন নাসির হোসেন ও সাব্বির রহমানও।

অমন বিপর্যয়ের পরেও বাংলাদেশ অস্ট্রেলিয়ার ২৬৫ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিতে সমর্থ হয়েছে মেহেদী হাসান মিরাজের ৩৫ বলে ২৬ রানের ইনিংসে। মিরাজকে ভালোই সঙ্গ দিয়ে ১ ছয়ে ৯ রান করেন শফিউল ইসলাম। ৮২ রান খরচায় ৬টি উইকেট নিয়ে অজি বোলারদের মধ্যে সফল বোলার নাথান লায়ন।

২৬৫ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে বেশ ভালভাবেই আগাচ্ছিলো অজিরা। তবে নবম ওভারের ২য় বলে ম্যাথু রেনশাহকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান মিরাজ। ঠিক ছয় বল পর সাকিবের বলে তাইজুলকে ক্যাচ দিয়ে ফেরেন উসমান খাজা।
নিজের খেলা প্রথম বলেই স্টাম্পিংয়ের জোরালো আবেদনের পর বেনেফিট অফ ডাউটে বেঁচে যান অজি দলপতি স্টিভেন স্মিথ। এর আগে সাকিবের বলে স্লিপে ওয়ার্নারের ক্যাচ ছাড়েন সৌম্য সরকার। মিরাজ উইকেট বঞ্চিত হন ইমরুল স্মিথের সহজ ক্যাচ ছাড়লে।

পরে অবশ্য আর সুযোগ দেননি এই দুই ব্যাটসম্যান। ক্যারিয়ারের ২৫তম অর্ধশতক তুলে নিয়ে অপরাজিত আছেন সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার (৭৫*), অধিনায়ক স্টিভেন স্মিথ অপরাজিত ২৫* রান করে। তৃতীয় দিন শেষে অজিদের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১০৯ রান।
One Comment
Sumyo sorkar,sofiul islam & taijul k badh diye mominul,taskin & mosadek k niya dorkar