

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ক্রিকেটে নতুন একটি নিয়ম অন্তর্ভূক্ত করল। খেলার গতি কিরূপ রয়েছে, তা পরিমাপ করা হবে এই নিয়মের কাজ। একে ‘স্টপ ক্লক’ হিসেবে নাম দেওয়া হয়েছে। এক ওভার থেকে আরেক ওভারে যেতে ফিল্ডিং দল যদি এক মিনিটের মধ্যে শুরু করতে ব্যর্থ হয় এবং তা যদি ইনিংসে ৩ বার ঘটে– তবে ফিল্ডিং দলকে ৫ রান জরিমানা করা হবে।
আইসিসির প্রধান নির্বাহী কমিটি উক্ত নিয়মটি অনুমোদন করেছেন। এই নিয়ম পুরুষদের ওডিআই ও টি-টোয়েন্টি ম্যাচে বহাল থাকবে। তবে আগামী ডিসেম্বর থেকে ২০২৪ সালের এপ্রিল মাস পর্যন্ত এটি ‘ট্রায়াল’ হিসেবে পরিচালিত হবে। আইসিসি আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়,
“ওভারের মধ্যে কত সময় নেওয়া হয়েছে, তা নিয়ন্ত্রণ করতে এই ঘড়িটি ব্যবহার করা হবে।”
“যদি বোলিং দল আগের ওভার শেষ হওয়ার ৬০ সেকেন্ডের মধ্যে পরবর্তী ওভার করতে প্রস্তুত না হয় এবং একই জিনিস ইনিংসে তৃতীয়বার ঘটলে পাঁচ রান জরিমানা দেওয়া হবে।”