

শ্রীলঙ্কা ক্রিকেটের অন্ধকার কেটেও যেনো কাটল না। আহমেদাবাদে আইসিসির বোর্ড সভায় তাঁদের বিপক্ষে এল সিদ্ধান্ত।
আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) নিশ্চিত করেছে যে ২০২৪ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এখন শ্রীলঙ্কা আয়োজন করবে না। বরং তা এখন অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়।
যদিও এই টুর্নামেন্টের আয়োজক হবার মর্যাদা হারালেও সেখানে খেলতে পারবে লঙ্কান যুবারা। ১৩ জানুয়ারি থেকে শুরু হবে যুবাদের শ্রেষ্ঠত্বের আসর।
আইসিসির সভায় এটাও জানানো হয়েছে যতদিন শ্রীলঙ্কা ক্রিকেটের ওপর অযাচিত হস্তক্ষেপ বন্ধ না হচ্ছে ততদিন তাঁদের সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত বদলাবে না। তবে সদস্যপদ স্থগিত থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটে খেলা চালিয়ে যেতে পারবে শ্রীলঙ্কা।
দ্বিপাক্ষিক সিরিজে ও আইসিসি ইভেন্টে খেলার সুযোগ থাকছে নির্বাসিত শ্রীলঙ্কা দল।