ফুরিয়ে যাবার প্রশ্নে ওয়ার্নারের মতে মিল হাসির

ডেভিড ওয়ার্নার
Vinkmag ad

টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়ে রেখেছেন। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি। আগামী বছর জানুয়ারিতে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে লাল বলের যাত্রা সেরে ফেলার কথা রয়েছে ওয়ার্নারের। তবে সব ঠিক থাকলে সাদা বলের ক্রিকেটে তাঁকে দেখা যাবে আরও বেশ কিছুদিন। তারই ইঙ্গিত দিলেন এই বাঁহাতি ওপেনার। সাবেক অজি ক্রিকেটার মাইক হাসিও তেমনটাই মনে করেন।

‘কে বলেছে আমি ফুরিয়ে গেছি?’

সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবেই বলেছেন ডেভিড ওয়ার্নার। ‘ক্রিকইনফো’ একটি ছবি শেয়ার করেছিল। যেখানে লেখা ছিল, ওয়ার্নারের বিশ্বকাপ ক্যারিয়ার শেষ, পাশাপাশি দারুণ কিছু রেকর্ড পরিসংখ্যান। সেই পোস্ট নিজে শেয়ার করে ওয়ার্নার এই ক্যাপশন দিয়েছেন।

গত রোববার বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া, বিশ্বকাপ জিতেছেন ওয়ার্নার। ওডিআই ওয়ার্ল্ড কাপ ক্যারিয়ার তাঁর বর্ণাঢ্য। মোট সংগ্রহ ১৫২৭ রান। এবারের বিশ্বকাপেও খেলেছেন দারুণ। দলের পক্ষে সবচেয়ে বেশি রান তাঁর। সংগ্রহে আছে ৪৮.৬ গড়ে ৫৩৫ রান।

আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হওয়া ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন ওয়ার্নার। মূলত প্রস্তুতি নিচ্ছেন আসন্ন গ্রীষ্মে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য।

“বিজয়ী এবং ৬ বারের চ্যাম্পিয়ন হিসাবে দারুণ আনন্দিত। আমাদের পুরো দলের অত্যন্ত গর্বিত হওয়া উচিত। সবাইকে আবার ধন্যবাদ, ২০২৭ সালে দেখা হবে।”

২০২৭ বিশ্বকাপ সময়ে ওয়ার্নারের বয়স দাঁড়াবে ৪১। তবে সাবেক সতীর্থ হাসি যেমনটি বলেন, ‘সে একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়।’– আর চ্যাম্পিয়ন কাউকে তো আসলে কখনোই কোথাও থেকে নামিয়ে দেওয়া যায় না।

হাসি বলেন, “পরের বছর কিনা, পাঁচ বছরের মধ্যেই কিনা অথবা মাঝখানেও হতে পারে, কে জানে? কেবলমাত্র তিনিই এর উত্তর দিতে পারবেন, যখন এটি তার মনে আসবে।”

৯৭ ডেস্ক

Read Previous

ওয়ার্নারকে ছাড়াই ভারতের বিপক্ষে লড়বে অস্ট্রেলিয়া

Read Next

শ্রীলঙ্কা থেকে সরে গেল যুবাদের বিশ্বকাপ

Total
0
Share