ওয়ার্নারকে ছাড়াই ভারতের বিপক্ষে লড়বে অস্ট্রেলিয়া

ভারত অস্ট্রেলিয়া
Vinkmag ad

ওয়ার্নারকে ছাড়াই ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। গত রবিবার বিশ্বকাপ জিতেছে দলটি। ফাইনালের সেই প্রতিপক্ষের বিপক্ষে আগামী ২৩ নভেম্বর থেকে অ্যাওয়ে সিরিজ খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া। দীর্ঘ বিশ্বকাপ শেষে নিজের ঘরে ফিরে গেছেন ডেভিড ওয়ার্নার।

বিশ্বকাপে ওয়ার্নার যথেষ্ট ভালো পারফর্ম করে অস্ট্রেলিয়া দলে ভূমিকা রেখেছেন। ৪৮.৬৩ গড় নিয়ে ৫৩৫ রান সংগ্রহ করে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন।

ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য বরং নিজেকে প্রস্তুত করবেন ওয়ার্নার। আগামী বছর জানুয়ারিতে সিডনিতে খেলা টেস্টের মাধ্যমে লাল বলের ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা রয়েছে তাঁর।

ওয়েস্ট অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যারন হার্ডি ওয়ার্নারের বদলে অজি স্কোয়াডে সুযোগ পেয়েছেন। গত সেপ্টেম্বরে সাউথ আফ্রিকা সিরিজে হার্ডি ওডিআই ও টি-টোয়েন্টি সংস্করণে নিজেকে অভিষিক্ত করেছেন।

উইকেটরক্ষক-ব্যাটার ম্যাথু ওয়েড থাকছেন অধিনায়কের দায়িত্বে। আর ওয়ার্নারের অবর্তমানে স্টিভ স্মিথ এর সম্ভাবনা রয়েছে ট্রাভিস হেড এর সাথে ওপেনিং পার্টনার হওয়ার। অবশ্য স্কোয়াডে ম্যাট শর্টও রয়েছেন।

এদিকেন স্পেনসার জনসনের বদলে কেন রিচার্ডসন দলে ভিড়েছেন। গত সেপ্টেম্বরে স্পেনসারের ওডিআই অভিষেক ঘটে ভারতের বিপক্ষে। তবে হ্যামস্ট্রিংয়ের ইনজুরি তাঁকে এবারের টি-টোয়েন্টি সিরিজের দলে থাকতে দেয়নি।

অস্ট্রেলিয়া স্কোয়াড:

ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যারন হার্ডি, জেসন বেহরেনডর্ফ, শন অ্যাবট, টিম ডেভিড, নাথান এলিস, ট্রাভিস হেড, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সাঙ্ঘা, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা। 

ভারতীয় স্কোয়াড:

সুরিয়াকুমার যাদব (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড় (সহ-অধিনায়ক), ইশান কিশান (উইকেটরক্ষক), ইয়াশভি জাইসাওয়াল, তিলক ভার্মা, রিংকু সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, আক্সার প্যাটেল, শিভাম দুবে, রবি বিষ্ণয়, আর্শদ্বীপ সিং, প্রসিধ কৃষ্ণা, আভেশ খান, মুকেশ কুমার, শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক, শুধুমাত্র শেষ দুই টি-টোয়েন্টির জন্য)

সময়সূচি:

প্রথম টি-টোয়েন্টি – ২৩ নভেম্বর, বিশাখাপত্তনম

দ্বিতীয় টি-টোয়েন্টি – ২৬ নভেম্বর, তিরুবনন্তপুরম

তৃতীয় টি-টোয়েন্টি – ২৮ নভেম্বর, গৌহাটি

চতুর্থ টি-টোয়েন্টি – ১ ডিসেম্বর, রায়পুর

পঞ্চম টি-টোয়েন্টি – ৩ ডিসেম্বর, বেঙ্গালুরু। 

৯৭ ডেস্ক

Read Previous

পাকিস্তানে পরিবর্তনের মেলা, নতুন দুই কোচ

Read Next

ফুরিয়ে যাবার প্রশ্নে ওয়ার্নারের মতে মিল হাসির

Total
0
Share