পাকিস্তানে পরিবর্তনের মেলা, নতুন দুই কোচ

পাকিস্তানে পরিবর্তনের মেলা, নতুন দুই কোচ
Vinkmag ad

পাকিস্তান ক্রিকেটে লেগেছে পরিবর্তনের মেলা। বিশ্বকাপ ব্যর্থতাঁর পর নির্বাচক, অধিনায়কের চেয়ারে নতুন ব্যক্তিরা বসেছে। এবার নতুন কোচের নামও জানাল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানকে ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১২ এশিয়া কাপ জেতানো সাবেক ক্রিকেটার উমর গুল ও সাইদ আজমল এবার কোচের ভূমিকায়।

উমর গুল হয়েছেন পাকিস্তানের ফাস্ট বোলিং কোচ, স্পিন বোলিং কোচ হয়েছেন সাইদ আজমল। এক বিবৃতি দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে পিসিবি।

তাঁদের প্রথম অ্যাসাইনমেন্ট ১৪ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ।

এর আগে আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে পাকিস্তানের বোলিং কোচ হিসাবে কাজ করেছেন উমর গুল। পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বোলিং কোচ ছিলেন তিনি। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানদের বোলিং কোচ হিসাবে দায়িত্ব পালন করেছেন। ২০০৩ সালে আন্তর্জাতিক অভিষেকের পর পাকিস্তানের পক্ষে ৪৭ টেস্ট, ১৩০ ওয়ানডে ও ৬০ টি-টোয়েন্টি খেলেছেন গুল। উইকেট নিয়েছেন যথাক্রমে ১৬৩, ১৭৯ ও ৮৫ টি।

খেলোয়াড়ি জীবনে ১ নম্বর ওয়ানডে বোলার নির্বাচিত হওয়া সাইদ আজমল ২০০৮ সালে অভিষেকের পর ৩৫ টেস্ট, ১১৩ ওয়ানডে ও ৬৪ টি-টোয়েন্টি খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়েছেন ৪৪৭ উইকেট। কোচ হিসাবে কাজ করেছেন পিএসএলের দল ইসলামাবাদ ইউনাইটেডে।

৯৭ ডেস্ক

Read Previous

ভারত-অস্ট্রেলিয়া ফাইনালে আহমেদাবাদে বিশ্বরেকর্ড

Read Next

ওয়ার্নারকে ছাড়াই ভারতের বিপক্ষে লড়বে অস্ট্রেলিয়া

Total
0
Share