ভারত-অস্ট্রেলিয়া ফাইনালে আহমেদাবাদে বিশ্বরেকর্ড

ভারত-অস্ট্রেলিয়া ফাইনালে আহমেদাবাদে বিশ্বরেকর্ড
Vinkmag ad

আইসিসি’র কোনো ইভেন্টে সর্বোচ্চ-সংখ্যক দর্শক উপস্থিতির রেকর্ড তৈরি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে। আহমেদাবাদ এর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত রবিবার ২০২৩ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। সে ফাইনালে প্রায় ১ লক্ষ ২৫ হাজার দর্শক উপস্থিত ছিল। আইসিসি থেকে দেওয়া এক বিবৃতিতে জানা যায়, এর আগে কোনো আইসিসি আয়োজিত ইভেন্টে এত বেশি দর্শক হয়নি।

ভারতের ঘরের মাটিতে বিশ্বকাপ। বিশাল জনগোষ্ঠীর দেশ ভারত। সেখানে আবার তৈরি হয়েছে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। যার ধারণক্ষমতা ১ লক্ষ ৩২ হাজার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনাল খেলেছে ভারত। পুরো স্টেডিয়াম ছিল নীল রঙে আবৃত। ভারতীয় সমর্থক দিয়ে চারিদিক লোকারণ্য। আইসিসি থেকে প্রাপ্ত তথ্যমতে জানা যায়, ১ লক্ষ ২৫ হাজার ৩০৭ জন সমর্থক একসাথে স্টেডিয়ামে বসে ফাইনাল ম্যাচ উপভোগ করেছে।

গত ৫ অক্টোবর শুরু হয়ে ১৯ নভেম্বর পর্যন্ত চলে এবারের বিশ্বকাপ। এর আগে ২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড আয়োজিত বিশ্বকাপে সর্বোচ্চ প্রায় ১ লক্ষ ১৬ হাজার উপস্থিতি ছিল। ২০১৯ সালে ইংল্যান্ড ও ওয়েলস এ ছিল প্রায় ৭৫ হাজার উপস্থিতি। সেখানে এবার ভারত সবাইকে ছাড়িয়ে গেছে।

এছাড়াও বিশ্বকাপের ১৩তম এই আসরে একাধিক সম্প্রচার মাধ্যম ও ডিজিটাল ভিউয়ারশিপের রেকর্ডও ভেঙেছে।

আইসিসির ‘হেড অব ইভেন্ট’ ক্রিস টেটলি বলেন,

“আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ একটি দুর্দান্ত সাফল্য করেছে। খেলাটির সেরা দিকগুলি প্রদর্শন করে, সারা বিশ্ব জুড়ে কয়েক মিলিয়ন ভক্তদের হৃদয় কেড়ে নিয়েছে। বিস্ময়কর উপস্থিতিতে বুঝিয়েছে ক্রিকেটের স্থায়ী আবেদন এবং ওয়ানডে ফরম্যাটে যে উত্তেজনা অব্যাহত রয়েছে, তা প্রদর্শন করেছে। এটি এমন একটি ইভেন্ট যা শুধুমাত্র বিনোদনই নয়, বিশ্বব্যাপী ক্রিকেট ভক্তদেরকে খেলা সম্পর্কিত উদযাপনে একত্রিত করেছে।”

ফাইনালে লক্ষাধিক ভক্ত-সমর্থকদের উপস্থিতি থাকলেও, সেদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে হার গুনতে হয়েছে ভারতকে। অস্ট্রেলিয়া জিতে নিয়েছে তাদের ৬ষ্ঠ বিশ্বকাপ।

৯৭ ডেস্ক

Read Previous

অজিদের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড, অধিনায়ক সুরিয়া

Read Next

পাকিস্তানে পরিবর্তনের মেলা, নতুন দুই কোচ

Total
0
Share