শান মাসুদের নেতৃত্বে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে পাকিস্তান টেস্ট দল

দুই ইনিংসে দুটি ডাবল সেঞ্চুরি! কাউন্টিতে শান মাসুদের একাধিক রেকর্ড
Vinkmag ad

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্য বিশিষ্ট স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। আগামী মাস, ডিসেম্বরের ১৪ থেকে জানুয়ারি ৭ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ। আজ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতি দিয়ে জানায়, প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ এর তত্ত্বাবধানে এই টেস্ট দল ঘোষণা করা হয়েছে।

প্রধান নির্বাচকের দায়িত্ব গ্রহণের পর ওয়াহাবের এটি প্রথম কাজ। এছাড়াও নতুন টেস্ট অধিনায়ক শান মাসুদ প্রথমবারের মতো টেস্ট দলে দায়িত্ব কাঁধে নিয়েছেন। আসন্ন এই সিরিজের মাধ্যমে পাকিস্তানের আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে প্রত্যাবর্তন ঘটবে।

বাঁহাতি ওপেনিং ব্যাটসম্যান সাইম আইয়ুব প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন। ২০২৩-২৪ কায়েদ-এ-আজম ট্রফিতে অসাধারণ পারফর্ম করেছেন এই ব্যাটার। করাচি হোয়াইটস এর হয়ে ৪ ম্যাচে সংগ্রহ করেছেন ৫৫৩ রান। ফাইনাল ম্যাচে ফয়সালাবাদ এর বিপক্ষে ছিল একটি ম্যাচ-জয়ী ডাবল সেঞ্চুরি।

এছাড়াও একদিনের টুর্নামেন্ট ‘পাকিস্তান কাপ’ এ টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে ‘সেরা ব্যটার’ নির্বাচিত হয়েছিলেন এই ২২ বছর বয়সী তরুণ।

ডানহাতি ফাস্ট বোলার খুররাম শাহজাদ প্রথমবারের মতো পাকিস্তান টেস্ট দলে ডাক পেয়েছেন। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করেছেন। কায়েদ এ আজম ট্রফিতে ছিলেন সর্বোচ্চ উইকেট সংগ্রাহক বোলার। ৮ ম্যাচ খেলে সংগ্রহ করেছেন ৩৬ টি উইকেট। এছাড়াও পাকিস্তান কাপ এ ১৩ উইকেট সংগ্রহে আছে এই ২৩ বছর বয়সী তরুণ বোলারের।

প্রধান নির্বাচক ওয়াহাব এই টেস্ট দল নিয়ে জানান,

“অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জিং কন্ডিশনের কথা মাথায় রেখেই দল গঠন করা হয়েছে। আমরা পিচগুলি মাথায় রেখেছি এবং দলে আরও পেস বোলার যুক্ত করেছি, যাতে তিনটি টেস্ট ম্যাচেই টিম কম্বিনেশনের সাথে ব্যবস্থাপনা নমনীয় থাকে।”

পাকিস্তান টেস্ট স্কোয়াড:

শান মাসুদ (অধিনায়ক), আমির জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান আলি, ইমাম-উল-হক, খুররাম শাহজাদ, মীর হামজা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নোমান আলি, সাইম আইয়ুব, সালমান আলি আগা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), সৌদ শাকিল, শাহীন শাহ আফ্রিদি।

অস্ট্রেলিয়া সিরিজের সময়সূচি:

১ম টেস্ট – পার্থ, ১৪-১৮ ডিসেম্বর, ২০২৩

২য় টেস্ট – মেলবোর্ন, ২৬-৩০ ডিসেম্বর, ২০২৩

৩য় টেস্ট – সিডনি, ৩ থেকে ৭ জানুয়ারি, ২০২৪

৯৭ ডেস্ক

Read Previous

৩৬ উইকেট পাওয়া নাইম টুর্নামেন্ট সেরা, এনসিএলে চ্যাম্পিয়ন তার দল চট্টগ্রাম

Read Next

অজিদের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড, অধিনায়ক সুরিয়া

Total
0
Share