ভারতীয় সমর্থকদের আক্রমণের শিকার জিমি নিশাম

জিমি নিশাম
Vinkmag ad

নিউজিল্যান্ড ক্রিকেটার জিমি নিশাম ভারতীয় সমর্থকদের দ্বারা কটুক্তির শিকার হয়েছেন। গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে পরাজয় বরণ করে ভারত। আহমেদাবাদে লক্ষাধিক দর্শকদের মন ভেঙে যায় স্বাভাবিকভাবেই। তবে সেটা কিউই-নিশাম এর সাথে কীভাবে সম্পর্কিত, তা নিয়ে এই ক্রিকেটারও প্রশ্ন রেখেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ইন্সটাগ্রাম’ এ কিছু স্ক্রিনশট শেয়ার করেছেন নিশাম। নিশাম মূলত পূর্বের টুইটার বা বর্তমানে ‘এক্স’ এ বেশ পরিচিত। অনেকরকম মজা করে সেখানে পোস্ট করতে দেখা যায় তাঁকে।

আজ তাঁর ইন্সটাগ্রামের স্টোরিতে গিয়ে দেখা যায়, সেখানে ভারতীয় সমর্থকরা তাঁকে বিভিন্ন কটুক্তি করছে।

নিশাম লিখেছেন, “আমি কী কিছু মিস করেছি।”

403618792 2001627390220764 3668410343485371235 n 1 e1700471521367

387339048 200559576358910 3652158065051362437 n e1700471331389 394021973 1019281162626821 864311292486165855 n e1700471358734

এই ক্রিকেটার বুঝতে পারছিলেন না তাঁকে কেন এসব বলা হচ্ছে। তাঁর দল সেমিফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচ খেলেছে। নিউজিল্যান্ডকে হারিয়েই ফাইনালে উঠেছে ভারত।

শেষে একটি হাস্যরস করে নিশাম স্টোরি দিয়েছেন, সেখানে লেখা, “লোকজন, যারা জানেনা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড আলাদা দু’টি দেশ।”

সবমিলিয়ে বিষয়টি একটি অদ্ভুত আবহ সৃষ্টি করেছে। যেখানে বিনা কারণে নিশামকে ভারতীয় সমর্থকদের আক্রমণের শিকার হতে হলো। নিশামও যেহেতু ছেড়ে দেওয়ার পাত্র নন, যা তাঁর পূর্বের কর্মকাণ্ড থেকে বোঝা যায়। সেহেতু তিনিও তাঁর জায়গা থেকে জবাবটা দিয়ে দিলেন।

গতকাল ভারতের দেওয়া ২৪০ রানের লক্ষ্যমাত্রা মোকাবিলা করতে যেয়ে শুরুতে বেশ খানিকটা চাপে পড়ে অস্ট্রেলিয়া। তবে সেই চাপ কাটিয়ে উঠে হেড ও লাবুশেইন এর দারুণ এক জুটিতে ম্যাচ বের করে আনে দলটি। পাঁচ থেকে এখন ছয়-বারের বিশ্বচ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া।

৯৭ ডেস্ক

Read Previous

ছেলেরা কল অব ডিউটি খেলল, এরপর ভাবলাম একটা জয় নিয়ে আসা যাক: কামিন্স

Read Next

৩৬ উইকেট পাওয়া নাইম টুর্নামেন্ট সেরা, এনসিএলে চ্যাম্পিয়ন তার দল চট্টগ্রাম

Total
0
Share