ফাইনাল শেষে কার হাতে কি পুরষ্কার

C97

ভারতকে কাঁদিয়ে বিশ্বকাপের ফাইনাল জিতল অস্ট্রেলিয়া। ঐতিহাসিক নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৬ উইকেটের বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। রেকর্ড ছয়টি ওয়ানডে বিশ্বকাপের শিরোপা এখন অজিদের দখলে। দলকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখা ওপেনার ট্রাভিস হেড জেতেন ফাইনাল সেরার পুরষ্কার। অন্যদিকে দলের পরাজয়ের দিনেও উজ্জ্বল ভিরাট কোহলি। রানের চূড়ায় উঠে জিতে নেন টুর্নামেন্ট সেরা ক্রিকেটারের পুরষ্কার। 

ভারতের স্বপ্ন ভেঙে রেকর্ড ষষ্ঠ ওয়ানডে বিশ্বকাপ শিরোপ জিতল অস্ট্রেলিয়া। বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়ার ‘হেক্সা মিশন’ কমপ্লিট করার রাতে তারকা ক্রিকেটাররা পেয়েছেন ব্যক্তিগত পারফর্ম্যান্সের সম্মাননা। দেখে নেওয়া যাক কে কোন পুরস্কার পেলেন।

ফাইনাল সেরা- ট্রাভিস হেড

১৫টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১২০ বলে ১৩৭ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে ফাইনালের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন অস্ট্রেলিয়া ওপেনার ট্রাভিস হেড।

টুর্নামেন্ট সেরা- ভিরাট কোহলি

পুরো আসরে দারুণ খেলে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন ভিরাট কোহলি। ১১ ম্যাচে ৩টি শতরান ও ৬টি অর্ধশতরানের ইনিংসে মোট ৭৬৫ রান সংগ্রহ করেন কোহলি। বল হাতে পান ১টি উইকেটও। 

সর্বোচ্চ রান- ভিরাট কোহলি

১১ ম্যাচে ৯৫.৬২ গড়ে টুর্নামেন্টের সব থেকে বেশি ৭৬৫ রান সংগ্রহ করেন কোহলি। শীর্ষে থাকা কোহলির সাথে বাকিদের ব্যবধানও কম নয়। বিশ্বকাপের ইতিহাসে কোনও একটি আসরে এতো বেশি রান করতে পারেননি কোনও ব্যাটারই। কোহলি ভেঙেছেন কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারের রেকর্ড। ২০০৩ বিশ্বকাপে ৬৭৩ রান করে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন টেন্ডুলকার।

সর্বোচ্চ উইকেট- মোহাম্মদ শামি

অজিরা শিরাপা জিতলেও আসরে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন ভারতের পেসার মোহাম্মদ শামি। মাত্র ৭ ম্যাচ খেলে তিনি ২৪টি উইকেটের মালিক হয়েছেন। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে তার বোলিং ফিগার ছিল ৫৭ রানের বিনিময়ে ৭ উইকেট। ২০২৩ বিশ্বকাপ আসরে এটিই সবচেয়ে সেরা বোলিং ফিগার।

৯৭ ডেস্ক

Read Previous

দলের জন্য গর্বিত রোহিত, কৃতিত্ব দিলেন হেড-লাবুশেইনকে

Read Next

সেরা খেলাটা ফাইনালের জন্য জমিয়ে রেখেছিল অস্ট্রেলিয়া

Total
0
Share