দলের জন্য গর্বিত রোহিত, কৃতিত্ব দিলেন হেড-লাবুশেইনকে

কোহলি রোহিত
Vinkmag ad

বিশ্বকাপ ফাইনাল হয়ে গেল। ভারত ঘরের মাটিতে পরাজিত হয়েছে। শিরোপা জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। ভারতীয় অধিনায়ক অকপটে স্বীকার করেছেন, গুরুত্বপূর্ণ এই ম্যাচে তাঁর দল খুব একটা ভালো ছিল না। যতটুকু ভালো পুরো টুর্নামেন্ট জুড়ে ভারত করেছে, সেখান থেকে বেশ পিছিয়ে ছিল ফাইনালে।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে আশানুরূপ রান যোগ করতে পারেনি স্বাগতিকরা। পুরো ৫০ ওভার ব্যাট করে ২৪০ রান! রোহিত মনে করেন, ব্যাটে আরও ২০-৩০ রান বেশি হলেও হতো।

ম্যাচ শেষে প্রেজেন্টেশনে ভারতীয় অধিনায়ক জানান,

“সত্যি বলতে, ফলাফল আমাদের পক্ষে আসেনি। আমরা জানি, আজ আমরা খুব একটা ভালো ছিলাম না। তবে আমি এই দলের জন্য গর্বিত, যেভাবে আমরা প্রথম ম্যাচ থেকে খেলেছি। এটা আমাদের দিন ছিল না। আমরা সবকিছু চেষ্টা করেছি আমাদের দিক থেকে, কিন্তু যেমন হওয়ার তেমনটি হয়নি।”

তিনি আরও বলেন, “আসলে, ২০-৩০ রান আরও বেশি হতে পারত। আমরা কথা বলেছিলাম, ২৫-৩০ ওভারের দিকে, যখন কেএল (রাহুল) ও ভিরাট (কোহলি) ব্যাট করছিল। ভাবছিলাম, যখন তাঁরা ব্যাট করছে, ভালো একটা জুটি গড়ে উঠেছে। আমাদের শুধু প্রয়োজন ছিল যতক্ষণ ব্যাট করতে পারা যায়। আমরা ২৭০-৮০ এমন দেখছিলাম কিন্তু তখন আমরা উইকেট হারাই। আমরা সেখানে বড় জুটি করতে পারিনি। এবং অস্ট্রেলিয়া সেটাই করে ম্যাচ জিতেছে। তাঁরা একটি বড় জুটি গড়েছে, যখন তাঁরা দ্রুত ৩ উইকেট হারায়।”

প্রথম পাওয়ারপ্লেতে ভারত দ্রুত রান তুলতে সক্ষম হয়। ১১ ওভারে ৩ উইকেট হারায় ঠিকই, কিন্তু স্কোরবোর্ডে তখন ৮১ রান। তবে সমস্যা হয়ে যায় মাঝের ওভারগুলিতে। যেখানে ১১ থেকে ৪০ ওভারের মধ্যে মাত্র দু’টি বাউন্ডারি আসে, কোনো ছয় পর্যন্ত ছিল না।

কম সংগ্রহ নিয়ে যখন ভারত দ্বিতীয় ইনিংসে মাঠে নামে, তখন দ্রুত উইকেট তোলার বিকল্প ছিল না। তা ভালোভাবেই সামলিয়েছে দলের পেসাররা। এরপরের ‘ক্রেডিট’টুকু ট্রাভিস হেড ও মারনাস লাবুশেইন এর জন্যই তোলা রাখলেন ভারতীয় অধিনায়ক।

“কিন্তু এরপর হেড ও মারনাস এর কৃতিত্ব। তাঁরা এমন জুটি গড়েছে, আমাদের পুরোপুরি ম্যাচ থেকেই বের করে দিয়েছে।”

৯৭ ডেস্ক

Read Previous

ভারতকে উড়িয়ে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হেক্সা

Read Next

ফাইনাল শেষে কার হাতে কি পুরষ্কার

Total
0
Share