

২০২৩ বিশ্বকাপ ফাইনালের আগে শচীন টেন্ডুলকার ভিরাট কোহলিকে তার স্বাক্ষরিত জার্সি উপহার দিয়েছেন। যে জার্সি গায়ে শচীন খেলেন নিজের সবশেষ আন্তর্জাতিক ম্যাচ।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল শুরুর আগেই কিংবদন্তি শচীনের কাছ থেকে বিশেষ উপহার পেলেন কোহলি। যে জার্সি গায়ে শচীন নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছেন, সেটিই ফাইনালের আগে তুলে দিয়েছেন কোহলির হাতে। সেই জার্সিতে রয়েছে শচীনের সাক্ষরও।
বিসিসিআই কোহলির ছবি পোস্ট করে ক্যাপশনে লিখে,
“একটা বিশেষ ম্যাচ এবং ফাইনালের আগে একটা বিশেষ মুহূর্ত। শেষ ওয়ানডে ম্যাচে খেলা জার্সি কোহলিকে উপহার দিলেন শচীন।”
৩৯ বছর বয়েসী শচীন টেন্ডুলকার সর্বশেষ ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচটি ছিল পাকিস্তানের বিরুদ্ধে। এশিয়া কাপের এই ম্যাচটি মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ওই ম্যাচে তিনি একটি অর্ধশতক হাঁকিয়েছিলেন। ভারত ম্যাচে ৬ উইকেটে হারায় পাকিস্তানকে।
আজ ২০২৩ বিশ্বকাপের ফাইনালে দ্রুত ৩ উইকেট হারানোর পর জুটি গড়ার চেষ্টায় ভিরাট কোহলি, লোকেশ রাহুল। কোহলি ব্যাট করছেন ৩৫ রানে।