
জমকালো আয়োজনে ২০২৩ বিশ্বকাপ আসরের পর্দা নামছে আজ। ঐতিহাসিক নরেন্দ্র মোদি স্টেডিয়ামে স্বাগতিক ভারতের মুখোমুখি ক্রিকেট বিশ্বকাপের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। ফাইনালে টস জিতলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। সিদ্ধান্ত নিলেন আগে বোলিং করার।
আহমেদাবাদের ১ লাখ ৩০ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে ভারত। ভারতের তৃতীয় শিরোপা না অস্ট্রেলিয়ার ষষ্ঠ? আহমেদাবাদে তারই ফয়সালা আজ। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ফাইনাল ম্যাচটি।
বিশ্ব ক্রিকেটের সবথেকে বড় ম্যাচ। বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হতে চলেছে ২২ গজের দুই পুরনো প্রতিদ্বন্দ্বি ভারত ও অস্ট্রেলিয়া। তবে এবারের টুর্নামেন্টে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল ভারত।
বিপরীতে টানা আটটি ম্যাচে জিতে ফাইনালে আসে অস্ট্রেলিয়া। ভারতের কাছে হার দিয়ে বিশ্বকাপ শুরু হয়েছিল কামিন্সদের। এবার সেই ভারতকেই ফাইনালে পেল অস্ট্রেলিয়া।
২০০৩ সালে জোহানেসবার্গের ফাইনালে ভারতকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। এবার কি প্রতিশোধের ফাইনাল? ভারত খেলবে ১৯৮৩ ও ২০১১ সালের পর তৃতীয় শিরোপা জিততে।
অস্ট্রেলিয়া মুখিয়ে আছে ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ ও ২০১৫ সালের পর ষষ্ঠ শিরোপা জিততে।
ভারত একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সুরিয়াকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রীত বুমরাহ, কুলদ্বীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়া একাদশ:
ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেইন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিশ (উইকেটকিপার), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।