৩ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন সাকিব

সাকিব 2
Vinkmag ad

শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তারই অংশ হিসাবে বাংলাদেশ ক্রিকেটের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য তিনটি আসনের ফরম কিনেছেন।

আজ শনিবার সাকিবের পক্ষে থেকে একজন প্রতিনিধি বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সাকিব আল হাসান ঢাকা-১০, মাগুরা-১ ও মাগুরা-২ আসনের মনোনয়ন কিনেছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও সাকিবের যোগ দেয়ার গুঞ্জন উঠেছিল। যদিও সেবার তাকে রাজনীতির মাঠে দেখা যায়নি। তবে জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা নড়াইল-২ আসন থেকে নির্বাচন করে সংসদ সদস্য হন। এবার সেই লড়াইয়ে সাকিবকেও দেখা যাবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন বিক্রির প্রথম দিনে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি হয়েছে এক হাজার ৭৪টি।

সকাল ১০টার পর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ’র আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় সভাপতি শেখ হাসিনা নিজ এলাকা গোপালগঞ্জ-৩ আসনের জন্য মনোনয়ন ফরম কেনার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন। বেলা ১১টার পর থেকেই দলীয় প্রার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

৯৭ ডেস্ক

Read Previous

টেস্ট সিরিজের বাংলাদেশ দলে ‘৩’ আনক্যাপড ক্রিকেটার

Read Next

ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের পর্দা উঠছে

Total
0
Share