টেস্ট সিরিজের বাংলাদেশ দলে ‘৩’ আনক্যাপড ক্রিকেটার

হাসান মুরাদের '৬', ইনিংস ব্যবধানে জিতল সেন্ট্রাল জোন
Vinkmag ad

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের নেতৃত্ব নাজমুল হোসেন শান্তর কাঁধে।

ইনজুরির কারণে নিয়মিত টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান স্কোয়াডে নেই। পারিবারিক কারণে ছুটি নিয়েছেন সহ অধিনায়ক লিটন কুমার দাস। তাই নেতৃত্বভার দিতে হয়েছে নাজমুল হোসেন শান্তর কাঁধে। 

২৮ নভেম্বর শুরু হতে যাওয়া সিলেট টেস্টে শান্ত টাইগারদের ১৩ তম টেস্ট অধিনায়ক হিসাবে টস করতে নামবেন। 

এছাড়া ইনজুরির কারণে দলে নেই তাসকিন আহমেদ, এবাদত হোসেনরা। পেস আক্রমণে সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলামের সঙ্গী হয়েছেন হাসান মাহমুদ। 

স্পিনার নাইম হাসান ফিরেছেন সাদা পোশাকের দলে। স্পিন আক্রমণে তিনি ছাড়াও আছেন মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও হাসান মুরাদ। 

বাঁহাতি স্পিনার হাসান মুরাদ প্রথমবারের মত টাইগারদের স্কোয়াডে ডাক পেয়েছেন। ২২ বছর বয়সী মুরাদ প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫ ম্যাচে নিয়েছেন ১২১ উইকেট। এছাড়া টপ অর্ডার ব্যাটার শাহাদত হোসেন দিপু ও পেস বোলার হাসান মাহমুদ আনক্যাপড ক্রিকেটার হিসাবে আছেন স্কোয়াডে।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড-

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দিপু ও হাসান মুরাদ।

বিস্তারিত আসছে…

৯৭ প্রতিবেদক

Read Previous

পাকিস্তান যুবা দলের হেড কোচ হলেন মোহাম্মদ ইউসুফ

Read Next

৩ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন সাকিব

Total
0
Share