তামিমের পরিকল্পনা জানা যাবে ২২ তারিখের পর

তামিম ইকবাল
Vinkmag ad

তামিম ইকবাল খেলছেন না আসন্ন নিউজিল্যান্ড সিরিজ। সাকিব আল হাসান নেই ইনজুরির কারণে। লিটন দাসও ছুটি নিয়েছেন পারিবারিক কারণে। নাজমুল হাসান শান্ত’কে দেওয়া হয়েছে অধিনায়কের দায়িত্ব। আজ গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন খুঁটিনাটি অনেক বিষয়।

সাকিব-তামিম সাক্ষাৎকার ইস্যু নিয়ে বিসিবি আলোচনা করতে চেয়েছে, কোনো ব্যবস্থা প্রয়োজন হলে, সে ব্যবস্থাও নেওয়া হবে বলে কিছুদিন আগে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু জানিয়েছেন।

আজ জালাল ইউনুসও একই কথা বলেছেন।

“তখন আসলে বিশ্বকাপ শুরু হয়ে গেছে। প্রয়োজন হলে, যতগুলো ইস্যু নিয়ে কথা হয়েছে এগুলো আমরা বোর্ডে আলাপ-আলোচনা করে দেখব।”

লিটন ক্রিকেটের সাথে থাকছেননা আগামী এক মাস। ডিসেম্বরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য নিউজিল্যান্ড সফর করবে বাংলাদেশ দল। সেখান থেকেও কোনো খেলোয়াড় ছুটি চেয়ে থাকলে, জোর করার সুযোগ দেখেননা এই ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান।

তামিম বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন না। ইনজুরি ও আরও বিভিন্ন আলোচনা এই ওপেনারকে নিয়ে হয়েছে। তামিমের কী পরিকল্পনা সামনের দিনগুলিতে, তা জানা যাবে নভেম্বরের ২২ তারিখ যাওয়ার পর। সেদিন বোর্ডে এসে আলোচনা করার কথা রয়েছে এই সাবেক ওয়ানডে অধিনায়কের।

এ বিষয়ে জালাল ইউনুস বলেন,

“সে বলেছে ২২ তারিখ আসবে। এসে বোর্ডের সাথে বসবে।”

এছাড়াও কোচদের ব্যাপারে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে আলোচনা, পাশাপাশি হাই-পারফর্ম্যান্সে যারা কাজ করছেন তাঁদের দিয়ে আপাতত আসন্ন সিরিজে জাতীয় দলে কাজ করানোর পরিকল্পনাও রেখেছে বোর্ড।

৯৭ ডেস্ক

Read Previous

শামিকে হুমকি মানছেন কামিন্স

Read Next

পাকিস্তান যুবা দলের হেড কোচ হলেন মোহাম্মদ ইউসুফ

Total
0
Share