

প্রতীক্ষা এখন ফাইনালের। বিশ্বকাপে আছে শুধু আর একটি মাত্র ম্যাচ। আগামীকাল, ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারত-অস্ট্রেলিয়া মহারণ। প্রায় লাখখানেক দর্শকদের চুপ করিয়ে দিতে কামিন্সরা প্রস্তুত হচ্ছেন। ভারতীয় খেলোয়াড়দের মধ্যে মোহাম্মদ শামি’কে হুমকি হিসেবে দেখছে অস্ট্রেলিয়া।
ভারতে বোলারদের জন্য কিছুটা মুশকিল হয়ে গেছে টিকে থাকা, তা খুব সত্য। পেসাররা খুব একটা সহায়তা করতে পারছে না, যা কিনা অস্ট্রেলিয়ার কাছে আরও বেশি সত্যি হয়ে ধরা দিয়েছে। যদিও সেমিফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে অজি পেসাররা দুর্দান্ত ছিল।
ভারতীয় পিচে বোলারদের ব্যাপারে আজ সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স বলেন,
“অন্যান্য ওয়ানডে উইকেটের মতই। বল কয়েক ওভার সুইং করে তবে পরে আর সুইং থাকে না। এখানে অন্য কোনো উপায় খুঁজে আপনাকে উইকেট বের করতে হবে। অস্ট্রেলিয়ার মত করে উইকেটের পেছনে ক্যাচ তুলেই উইকেট নিতে হবে এমন কোনো কথা নেই। এখানে বোলারদের একটু সাহসী হতে হবে। স্লোয়ার, বাউন্সার, কাটার এসব ব্যবহারে পারদর্শী হতে হবে। ভারতে ইনিংসের শেষ দিকে কাটার দুনিয়ার অন্য যেকোনো জায়গার চেয়ে ভালো কাজ করে।”
এক সাংবাদিক প্রশ্ন করলেন, ভারতীয় দলে কাকে ‘চ্যালেঞ্জ’ হিসেবে দেখছে অস্ট্রেলিয়া।
কামিন্স বলেন,
“তারা সবদিক দিয়েই বেশ ভালো দল। মোহাম্মদ শামি যে কিনা শুরুতে খেলেনি, সে এখন ভালো করছে। সে একজন ক্লাস বোলার। সে বড় নাম। এদেরকে আমরা প্রায়ই খেলে থাকি। তাদের ব্যাটাররাও বোলারদের ওপর চড়াও হয়েছে এবং ভালো করেছে।”
শামি তো ভালো করছেই। আর কেউ হুমকি হতে পারে কিনা, সেই উত্তর খোঁজার চেষ্টা করতে, শামি বাদে কাউকে মনে করছেন কিনা কামিন্স, তা জানতে চাওয়া হয়।
“আসলে তারা অনেক অলরাউন্ডেড। সব দিকেই দারুণ শক্তিশালী। তাদের ৫ জন বোলারই বেশিরভাগ সময় ১০ ওভার করে করে থাকেন। মাঝের ওভারে স্পিনাররা ভালো করছেন। কুলদীপ, জাদেজা দুর্দান্ত। তারা আমাদের জন্য হুমকি হতে যাচ্ছে। তারা সব ম্যাচ জিতেছে। অসাধারণ ছিল তারা।”