তামিমের ফেরা ও কোচদের ব্যাপারে আপডেট জানাল বিসিবি

আকরামের চেয়ারে বসে জালালের চোখ স্বাস্থ্যকর ড্রেসিংরুমে
Vinkmag ad

তামিম ইকবাল ফিরছেন না নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে। ম্যাচ খেলার জন্য তার অবস্থান জানতে চায় বিসিবি। জালাল ইউনুস নিশ্চিত করেছেন, চলতি মাসের ২২ তারিখের পর বোর্ডে এসে নিজের পরিকল্পনা জানাবেন তামিম। দেশীয় কোচ আর এইচপি ইউনিটের কোচিং স্টাফদের দিয়ে নিউজিল্যান্ড সিরিজ শেষ করতে চায় ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ দলের কোচিং স্টাফদের যাওয়া-আসা, মেয়াদের সামগ্রিক আপডেট জানালেন জালাল ইউনুস,

‘ডোনাল্ড চলে গিয়েছে। নিক পোথাস আসবে, হেড কোচ আসবে। রঙ্গনা ৩০ নভেম্বর পর্যন্ত কাজ করবে। ফিল্ডিং কোচ ৩১ ডিসেম্বর পর্যন্ত কাজ করবে।’

অ্যালান ডোনাল্ড চলে যাওয়ায় পেস বোলিং কোচের দায়িত্ব সামলাবেন কারা?

‘আমাদের এখানে কলি মোর আছে, ডেভিড হ্যাম্প আছে। হাই পারফরম্যান্সে যারা কাজ করে তাদের আমরা আসতে বলতে পারি তারা থাকবে।’

নিউজিল্যান্ড সফরের আগে নতুন কোনো বিদেশি কোচ আসবে না দেশে। তাই বিসিবি স্পিন কোচ সোহেল ইসলামের উপরই রাখছেন আস্থা,

‘নতুন স্পিন কোচ বিদেশি না হলেও আমাদের লোকাল কোচ সোহেল আছে। সোহেলের সাথে যোগাযোগ করে সে কাজ করবে।’

তামিম ইকবাল বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজে খেলেন দুই ম্যাচ। বিশ্বকাপ স্কোয়াডে অনাকাঙ্ক্ষিতভাবে ডাক পাননি। তবে তামিম এবার ফিরবেন না নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও।

কবে নাগাদ তামিমকে পাবে বোর্ড? জালাল ইউনুস জানালেন,

‘সে বলেছে ২২ তারিখ আসবে। এসে বোর্ডের সাথে বসবে। তারও পরিকল্পনা জানতে হবে আমাদের। আলাপ করে দেখব তার অবস্থাটা কী।’

৯৭ ডেস্ক

Read Previous

লিটনের ১ মাসের ছুটি, নিউজিল্যান্ড সিরিজে অধিনায়ক শান্ত

Read Next

শামিকে হুমকি মানছেন কামিন্স

Total
0
Share