

আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে পাওয়া যাবে না অধিনায়ক সাকিব আল হাসান ও সহ-অধিনায়ক লিটন দাসকে। এর ফলে অধিনায়কত্ব সামলাবেন নাজমুল হোসেন শান্ত।
বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষ করে গত ১২ই নভেম্বর দেশে ফিরে আসে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটে প্রথম টেস্ট আগামী ২৮ নভেম্বর থেকে। এরমধ্যে নিউজিল্যান্ড ক্রিকেট তাদের স্কোয়াড ঘোষণা করলেও স্বাগতিকরা চূড়ান্ত করতে পারেনি দল। নানা ইস্যুতে হচ্ছে এই বিলম্ব।
এরমাঝেই আজ জানা গেল, লিটন দাস এক মাসের জন্য ছুটি পেয়েছে। সদ্যই কন্যা সন্তানের বাবা হওয়া লিটন পরিবারের পাশে থাকতে দুই ম্যাচের টেস্ট সিরিজ মিস করবেন। লিটন দাস ছুটির বিষয়ে আগেই বিসিবিকে অবগত করে। এবার বিসিবির সিদ্ধান্ত এল, ১ মাসের ছুটি পাচ্ছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
আগেই জানা যায়, বিশ্বকাপের পর ঘরের মাঠে হোম সিরিজ খেলবেন না সাকিব আল হাসান। সাদা পোশাকে সাকিব, লিটন না থাকায় বাধ্য হয়েই বিসিবি দায়িত্ব তুলে দিতে প্রস্তুত ওয়ানডের সহ-অধিনায়ক শান্তর কাঁধে।
সংকট মিটে যাওয়ায় শীঘ্রই দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।