হেনরির বদলে বাংলাদেশে আসছেন ওয়াগনার

ছিটকেই গেলেন যোদ্ধা ওয়াগনার
Vinkmag ad

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের নিউজিল্যান্ড দলে এসেছে এক পরিবর্তন। ম্যাট হেনরি ছিটকে গেছেন ইনজুরিতে। তার পরিবর্তে স্কোয়াডে যুক্ত হয়েছেন নেইল ওয়াগনার।

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য গত ৭ নভেম্বর স্কোয়াড ঘোষণা করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। সম্প্রতি এক বিবৃতিতে, স্কোয়াড পরিবর্তনের কথা জানায় তারা।

এই সিরিজটির মাধ্যমে নিউজিল্যান্ডের জন্য আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্র শুরু হচ্ছে। এই স্কোয়াডে কোচিং প্যানেলের দায়িত্বে প্রধান কোচের ভূমিকায় থাকবেন লুক রঞ্চি। নিয়মিত কোচ গ্যারি স্টেড সেসময় বিশ্বকাপ শেষে ঘরের মাটিতে প্রস্তুতির জন্য ব্যস্ত থাকার কথা রয়েছে।

রঞ্চি ছাড়াও পেস বোলিং কোচ হিসেবে থাকবেন জ্যাকব ওরাম, স্পিন বোলিং কোচ হিসেবে থাকবেন সাকলায়েন মুশতাক। এছাড়াও থাকবেন ড্যানিয়েল ফ্লিন, যিনি প্রথমবারের মতো নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ হয়ে বাংলাদেশে আসবেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে নভেম্বর ২৮ থেকে ২ ডিসেম্বর পর্যন্ত। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, ৬ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত।

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের টেস্ট স্কোয়াড:

টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), ডেভন কনওয়ে, কাইল জেমিসন, টম লাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, কেন উইলিয়ামসন, উইল ইয়াং, নেইল ওয়াগনার।

৯৭ ডেস্ক

Read Previous

বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা

Read Next

সোহেল তানভীর পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের প্রধান নির্বাচক

Total
0
Share