

দুই ইংলিশ আম্পায়ার অন-ফিল্ডে দায়িত্ব পালন করতে যাচ্ছেন বিশ্বকাপের মহা-গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচে। রিচার্ড ইলিংওর্থ ও রিচার্ড কেটেলবোরো। আগামী ১৯ নভেম্বর, আহমেদাবাদ এর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ পরিচালনা করতে যাচ্ছে এই জুটি।
কেটেলবোরো’র জন্য এটি দ্বিতীয়বারের মতো ফাইনালের মঞ্চে দাঁড়ানো। এর আগে ২০১৫ সালে কুমার ধর্মসেনার সাথে ফাইনাল ম্যাচে আম্পায়ারিং করার অভিজ্ঞতা আছে তাঁর। ২০১১ বিশ্বকাপের পর, আবারও ফাইনালে উঠেছে ভারত। ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় আহমেদাবাদে এদিন কোণঠাসা দর্শক দেখা যাবে। সংখ্যাটা ৯৩ হাজারের ওপরে, এমন ধারণা করা হচ্ছে।
১৯৯২ বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে খেলোয়াড়ি ভূমিকায় ছিলেন ইলিংওর্থ। তবে ফাইনাল ম্যাচের দায়িত্ব নিয়ে আম্পায়ারিং করার অভিজ্ঞতা হতে যাচ্ছে এবারই প্রথম। ইলিংওর্থ ও কেটেলবোরো, দুজনেই আইসিসি আন্তর্জাতিক আম্পায়ার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন একইদিনে। সেটা আবার নভেম্বরে, ২০০৯ সাল।
এবারের বিশ্বকাপে সেমিফাইনালের আলাদা ম্যাচে দায়িত্ব পালন করেছেন দুজনেই। ভারত-নিউজিল্যান্ড ম্যাচের দায়িত্ব ছিল ইলিংওর্থ এর কাঁধে। অন্যদিকে কেটেলবোরো সামলিয়েছেন সাউথ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচ।
উভয় আম্পায়ারের ক্যারিয়ার অত্যন্ত সম্মানজনক। দুজনেই ডেভিড শেফার্ড ট্রফি জিতেছেন, যা আইসিসির বর্ষসেরা আম্পায়ার হিসেবে প্রদান করা হয়। কেটলবোরো ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে টানা তিনবার এটি জিতেছেন। অন্যদিকে ইলিংওর্থ এটি ২০১৯ ও ২০২২ সালে জিতেছেন।
এছাড়াও ফাইনাল ম্যাচের দায়িত্বে তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন জোয়েল উইলসন। চতুর্থ আম্পায়ার হিসেবে দেখা যাবে ক্রিস গ্যাফানি’কে। ম্যাচ রেফারি হিসেবে থাকবেন অ্যান্ডি পাইক্রফট। সবাই সেমিফাইনাল ম্যাচগুলিতে অফিশিয়াল এর দায়িত্ব পালন করে এসেছেন।