বিশ্বকাপ ফাইনালে যা যা রাখছে বিসিসিআই

বিশ্বকাপ মাঠ
Vinkmag ad

গত ৫ অক্টোবর থেকে শুরু হওয়া ক্রিকেট বিশ্বকাপ শেষ হওয়ার সময় ঘনিয়ে এসেছে। গ্রুপ পর্ব ও সেমি পর্ব শেষ করে এখন শুধু বাকি আর এক ম্যাচ। ফাইনাল। নির্ধারণ হয়ে গেছে দুই দল; ভারত ও অস্ট্রেলিয়া। সেই ফাইনাল ম্যাচ ঘিরে আয়োজক দেশ ভারতের তরফ থেকে বেশ কিছু আয়োজন থাকতে যাচ্ছে।

এখন পর্যন্ত বিসিসিআই বা আইসিসি কোনো বিবৃতি দিয়ে জানায়নি, বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠান কীভাবে হবে ও কী কী আয়োজন থাকবে। তবে বিভিন্ন মাধ্যমে পাওয়া খবর থেকে নিশ্চিত হওয়া গেছে বেশ বড়সড় কিছু আয়োজন থাকছে আগামী ১৯ নভেম্বর।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। সেদিন উপস্থিত থাকার কথা রয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’র। ভারতীয় বিভিন্ন তারকাদের উপস্থিতি দেখা যাবে বলে খবর এসেছে।

ব্রিটিশ পপ তারকা ডুয়া লিপা সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করবেন, এমনটি জানা যায়। এছাড়াও স্টেডিয়ামের আশপাশে নানারকম উজ্জ্বল আলোকসজ্জা, বিভিন্ন রংবেরঙের বাতি দেখা যাবে।

ভারতীয় বায়ুসেনা’র ‘সূর্যকিরণ অ্যারোবেটিক দল’ সেদিন আহমেদাবাদের আকাশে নিজেদের প্রদর্শনী দেখাবে বলে জানা যায়। এ উপলক্ষ্যে আগামী শুক্র ও শনিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মহড়ার আয়োজন করা হয়েছে।

সবমিলিয়ে বেশ জমজমাট সমাপনী অনুষ্ঠান উপহার দেওয়ার অভিপ্রায় দেখা যাচ্ছে আয়োজক দেশ থেকে। বিশেষ করে ভারত বিশ্বকাপের ফাইনাল খেলতে যাচ্ছে। দেশটির আগ্রহের জায়গা থেকেও কোনো কমতি থাকার কথা নয়। এখন শুধু অপেক্ষার পালা।

৯৭ ডেস্ক

Read Previous

জাদেজাকে নিয়ে পড়াশোনা করছেন জোনাসেন

Read Next

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে পাকিস্তানের হেড কোচ হাফিজ

Total
0
Share