

বাঁহাতি স্পিনার জেস জোনাসেন অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার। শিখছেন একজন ভারতীয় বাঁহাতি স্পিনারের থেকে। রবীন্দ্র জাদেজা। খুব কাছ থেকে জাদেজাকে পর্যবেক্ষণ করে শেখার চেষ্টা জোনাসেনের। কীভাবে ব্যাটারদের ফাঁকি দেওয়া ডেলিভারিগুলি ছাড়েন তিনি। আগামী মাসে ভারতের বিপক্ষে টেস্ট খেলবে অস্ট্রেলিয়া নারী দল। সেই দলের একজন সদস্য জোনাসেন।
ভারতের মাটিতে অস্ট্রেলিয়া নারী দল টেস্ট খেলেছিল ১৯৮৪ সালে। চার ম্যাচের চারটি’তেই ড্র হয়েছিল সেবার। দীর্ঘ সময় পর ডিসেম্বরের ২১ তারিখ, মুম্বাইতে একমাত্র টেস্টে মুখোমুখি হবে দুই দল। এছাড়াও ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও খেলবে ভারত ও অস্ট্রেলিয়া’র মেয়েরা।
জোনাসেন আছেন তিন ফরম্যাটের দলেই। গত বুধবার উইমেন’স বিগ ব্যাশ লিগে প্রথম খেলোয়াড় হিসেবে লাভ করেছেন ১৫০ টি উইকেট। প্রসঙ্গ এসেছে ভারতীয় স্পিনার জাদেজা’র বোলিং থেকে অনেককিছুই গ্রহণ করেন তিনি। জাদেজার বুদ্ধিমত্তা ও দক্ষতার ব্যাপারে মনোযোগ আছে জোনাসেন এর।
“একটা লেন্থে পেস ধরে রাখার দারুণ এক ক্ষমতা রয়েছে জাদেজার। তাঁর মতো ব্যাটের দুই পাশে পরাস্ত করার ক্ষমতা সম্ভবত আর কারও নেই।”
এএপি’কে দেওয়া এক সাক্ষাৎকারে জোনাসেন আরও বলেন, “এটা এমন কিছু, যা আমি অনুসরণ করার চেষ্টা করব ভারতে। আশা করছি, টেস্ট ক্যারিয়ারে তাঁর মতো কিছু স্পেল করতে পারব।”
“আমি ড্যানিয়েল ভেট্টোরিকে অনেক খেয়াল করতাম। তবে বর্তমান অবস্থায়, জাদেজাই সেই বোলার, যাকে দেখছি। আমি তাঁকে ভারতে অনুষ্ঠিত ৫০ ওভারের বিশ্বকাপেও দেখছি।”
“এটা একটা দিক থেকে পার্থক্য তৈরি করে, আমরা যখন তাঁদের (ছেলে) চেয়ে কিছুটা জোরে বল করতে যাই। তবে কিছু দিক থেকে, এটা একইরকম, যা আমি বাস্তবায়ন ও অর্জন করতে চাই।”
আগামী ২১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৯ জানুয়ারি পর্যন্ত চলবে ভারত ও অস্ট্রেলিয়া নারী দলের মধ্যকার ৩ ফরম্যাটের সিরিজ। এই সময়ের মধ্যে একটি টেস্ট, ৩ টি ওডিআই ও ৩ টি টি-টোয়েন্টি খেলবে দুই দল।