কোহলিকে শুভেচ্ছা জানালেন টেনিস তারকা জোকোভিচ

কোহলির জোড়া রেকর্ডের দিনে ভারতের রানের পাহাড়
Vinkmag ad

গতকাল ভারত নিজেদের মাটিতে সেমিফাইনাল জিতে ফাইনাল নিশ্চিত করেছে। প্রথমে ব্যাট করতে নামা ভারত সংগ্রহ করেছিল ৩৯৭ রান। বিপরীতে নিউজিল্যান্ডের লড়াইয়ে ৭০ রানের কমতি দেখা দেয়। আর এদিন ভারতীয় তারকা ভিরাট কোহলি করেছেন নিজের ৫০তম ওডিআই শতক৷ যে শতকে তিনি ছাড়িয়ে গেছেন তাঁর নিজের দেশের ‘গ্রেট’ শচীন টেন্ডুলকারকে। ওয়ামডে ইতিহাসে এখন সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক এখন কোহলি।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে’তে যখন এই কীর্তি গড়লেন, গ্যালারি ভরা দর্শক তখন করতালিতে মুগ্ধ নয়নে তখন মাঠের কোহলি’র উদযাপন দেখছেন। তাঁর সহধর্মিণী আনুশকা শর্মা, শচীন টেন্ডুলকার, অতিথি ডেভিড বেকহাম– সবাই হাসিমুখে অভিনন্দন জানাচ্ছে তাঁকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমও বেশ সয়লাব হয়ে গেছে এই অভিনন্দন বার্তায়। সেই তালিকায় যুক্ত হয়েছেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ ও ইন্সটাগ্রাম– দুই জায়গাতেই কোহলি’কে অভিনন্দন জানিয়েছেন এই টেনিস তারকা।

ইন্সটাগ্রামে একটি স্টোরি দিয়েছেন। যেখানে কোহলির একটি ছবি সহ শুভেচ্ছা জানিয়েছেন তিনি, কোহলিকে উল্লেখ করেছেন ‘লিজেন্ডারি’ হিসেবে। এছাড়াও ‘এক্স’ এ বিসিসিআই’য়ের একটি পোস্ট রি-টুইট করে লিখেছেন, “অভিনন্দন কোহলি, লিজেন্ডারি।”

জোকোভিচ বর্তমানে এটিপি ফাইনালের জন্য তুরিনে অবস্থান করছেন।

কোহলির জনপ্রিয়তা কতটা বেশি, তা আসলে অনুমান করা যায়। আর যে কীর্তি তিনি গড়েছেন, তা ঠিক রূপকথার মতো। যেকোনো ব্যাটসম্যানের জন্য সেঞ্চুরি হাঁকানো ‘স্পেশাল’ কিছু হয়েই থাকে। সেখানে শুধুমাত্র ওয়ানডে ক্রিকেটেই ৫০ টি সেঞ্চুরি করেছেন কেউ, তা হজম করতেও বাঁধে, অথচ কোহলি সেটাই করে দেখালেন!

৯৭ ডেস্ক

Read Previous

ভিলিয়ার্সের কলাম: সত্যি অনুভব করছি, এখন আমাদের সময়

Read Next

প্রোটিয়াদের যতটুকু আনন্দ, তা মিলারের শতকেই

Total
0
Share