

উইলিয়ামসন প্রত্যাশা করছেন, এটা এখনই শেষ নয়। নিউজিল্যান্ডের এই দলটিকে সামনেও দেখা যাবে এমন আশা তাঁর। গতকাল ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচে ৭০ রানে পরাজিত হয়েছে কিউইরা। বিশ্বকাপে জেতার স্বপ্ন এখনো পূরণ হয়নি দলটির। গতবারের ফাইনালের পর, এবার সেমিফাইনালেই স্বপ্ন পুড়ল। অধিনায়ক বলছেন, ভবিষ্যৎ এখনো আছে।
এই বিশ্বকাপে নিউজিল্যান্ডের স্কোয়াড অনেক বেশি পুরোনো বলা যায়। ২৮ বছরের নিচে কেবল দুজনের বয়স। আগামী বছরের বিশ্বকাপ আসতে আসতে বেশিরভাগ খেলোয়াড়দের বয়স ত্রিশের মাঝামাঝি বা শেষে চলে আসবে।
তরুণ খেলোয়াড়েরা নেতৃত্বের ভূমিকায় আসছে, এমনটি ভাবছেন উইলিয়ামসন। তিনি বলেন, “আমার মনেহয়, আমরা সেটাও দেখেছি– কিছু ভালো বার্তা দেয়, বিশেষ করে, এই শেষের দিকে এসে। এটা এখনো শেষ কিছু নয়, কিন্তু এখানেই সব ফোকাস রয়েছে।”
“এটা আসলে একটা গ্রুপ হিসেবে গড়ে ওঠা, একটা ভালো ক্রিকেট দল হওয়া। আমি মনে করি, এই সাত সপ্তাহ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা সামনে এগিয়ে যেতে চাই, সাধারণতই, তবে এখান থেকে অনেককিছু প্রতিফলিত হচ্ছে, অনেক ভালো কিছু নিয়েছি।”
গতকাল ভারত প্রথমে ব্যাট করে ৩৯৭ রানের সংগ্রহ তোলে। সেমিফাইনালের মতো ম্যাচে এই ধরনের সংগ্রহ স্বাভাবিকভাবেই প্রতিপক্ষের উপর চাপ তৈরি করবে। ভারতের ব্যাটারদের প্রশংসা থাকল উইলিয়ামসনের মুখেও।
তিনি বলেন, “আমার মনেহয়, আপনি যদি আগে ব্যাট করেন এবং বোর্ডে ৪০০ রান তোলেন, এটা ব্যাটিং কলামে একটি টিক দিয়ে দিলেন মূলত এবং দ্বিতীয়ার্ধে শুধু আপনার কাজটা করা এখন। এটা কঠিনই ছিল, প্রথমদিকে বল বেশি সুইং করছিল, আমাদের জন্য কাজটা কঠিন ছিল, তবে ক্রেডিট অবশ্যই ভারতের।”