
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আফ্রিকা বাছাইপর্বে সিকান্দার রাজা শক্তিশালী জিম্বাবুয়ে দলকে নেতৃত্ব দিবেন। দলে ফেরানো হয়েছে অভিজ্ঞ পেসার ব্লেসিং মুজারাবানিকে। তবে ব্র্যাড ইভান্স এখনও শিন স্প্লিট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি। অলরাউন্ডার সিকান্দার রাজার অধিনায়ক হিসেবে নিয়োগের পর এটিই হবে তার প্রথম অ্যাসাইনমেন্ট।
আগামী সপ্তাহে নামিবিয়ায় শুরু হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব আফ্রিকা ২০২৩-এর জন্য তাদের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। সিকান্দার রাজা জিম্বাবুয়ের টি-টোয়েন্টি অধিনায়ক হিসাবে তার প্রথম অ্যাসাইনমেন্ট শুরু করবেন ২২ নভেম্বর থেকে নামিবিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা বাছাইপর্বের পূর্ণ-শক্তির স্কোয়াডের নেতৃত্ব দিয়ে।
গত মাসে নামিবিয়ার কাছে ৩-২ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে পরাজয়ের পরে সেট-আপে পরিবর্তন এনে জিম্বাবুয়ে যাচ্ছে বিশ্বকাপ বাছাইপর্বে। ডান হাতের ফ্র্যাকচার থেকে সেরে ওঠা পেস বোলার ব্লেসিং মুজারাবানি দলের জন্য বড় স্বস্তি।
জিম্বাবুয়ে ও স্বাগতিক ছাড়াও কোয়ালিফায়ারে অংশগ্রহণকারী অন্য দলগুলো হলো কেনিয়া, নাইজেরিয়া, রুয়ান্ডা, তানজানিয়া ও উগান্ডা।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ার আফ্রিকা ২০২৩-এর জন্য জিম্বাবুয়ে স্কোয়াড:
সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, টেন্ডাই চাতারা, ক্রেইগ আরভিন, লুক জংওয়ে, ইনোসেন্ট কাইয়া, ক্লাইভ মাদান্দে, ওয়েসেসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমনি, ওয়েলিংটন মাসাকাদজা, কার্ল মুম্বা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস।