

বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর পাকিস্তান ক্রিকেটে নানা পরিবর্তন। মোহাম্মদ হাফিজকে পাকিস্তান দলের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। মিকি আর্থারের চেয়ারে এবার বসলেন ‘প্রফেসর হাফিজ’। পিসিবি এক বিবৃতিতে হাফিজকে নতুন দায়িত্ব দেওয়ার সংবাদ প্রকাশ করে।
মোহাম্মদ হাফিজ পাকিস্তানের হয়ে ৫৫ টেস্ট, ২১৮ ওয়ানডে এবং ১১৯ টি-টোয়েন্টিতে খেলেছেন। যেখানে তার ব্যাট থেকে এসেছে মোট ১২৭৮০ রান, সাথে শিকার করেন ২৫৩ উইকেট। হাফিজ সম্প্রতি পিসিবি ক্রিকেট টেকনিক্যাল কমিটির সদস্য ছিলেন। এবার তার কাঁধে নয়া দায়িত্ব। মিকি আর্থারের জায়গায় পাকিস্তান দলে কাজ করবেন হাফিজ
Former 🇵🇰 captain Mohammad Hafeez has been given the responsibility of Director – Pakistan Men’s Cricket Team.
The PCB has changed the portfolio of the Pakistan coaching staff. All coaches will continue to work in National Cricket Academy while PCB will announce the new coaching… pic.twitter.com/zwwnsj5lzs
— Pakistan Cricket (@TheRealPCB) November 15, 2023
প্রাক্তন অলরাউন্ডার পাকিস্তান দলের অংশ ছিলেন, ২০১৭ সালে যখন ইংল্যান্ডে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। এবারের ভারত বিশ্বকাপে বাবর আজমদের ব্যর্থতার পর এবার নতুন দায়িত্ব পেলেন হাফিজ। এখন থেকে পাকিস্তান ক্রিকেটের পরিচালকের দায়িত্ব পালন করবেন তিনি।
শুধু হাফিজের নিয়োগই না, বিশ্বকাপ ব্যর্থতার কারণে একাধিক পরিবর্তন হয়েছে পাকিস্তান দলে। ব্যর্থতার দায়ে তিন ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়েন বাবর আজম। পাকিস্তানের কোচিং স্টাফদের পোর্টফোলিও পরিবর্তন করেছে পিসিবি। পিসিবি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সিরিজের জন্য তারা সঠিক সময়ে নতুন কোচিং স্টাফ ঘোষণা করবে।