শান মাসুদ টেস্ট দলের অধিনায়ক, আফ্রিদি টি-টোয়েন্টির নেতৃত্বে

আফ্রিদি মাসুদ
Vinkmag ad

শান মাসুদকে পাকিস্তান ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক হিসাবে নিযুক্ত করেছে পিসিবি, আর শাহীন শাহ আফ্রিদি সামলাবেন টি-টোয়েন্টির অধিনায়কত্ব।

৩৪ বছর বয়সী শান ৩০টি টেস্টে ১৫৯৭ রান করেছেন, যার মধ্যে চারটি সেঞ্চুরি এবং সাতটি হাফ সেঞ্চুরি রয়েছে। শানকে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের ​​শেষ পর্যন্ত অধিনায়ক নিযুক্ত করা হয়েছে। ১৪ ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে অধিনায়ক হিসেবে শানের প্রথম অ্যাসাইনমেন্ট।

২০২১ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে শান মাসুদকে টেস্ট ক্রিকেটের জন্য বিবেচনা করা হয়নি। এবার তাকেই টেস্ট অধিনায়ক নিযুক্ত করা হয়েছে।

এদিকে, বাঁহাতি পেসার শাহীন শাহ আফ্রিদি টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন। অধিনায়ক হিসেবে তার প্রথম অ্যাসাইনমেন্ট হবে নিউজিল্যান্ডে ১২ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। 

২৩ বছর বয়সী শাহীন ৫২ টি-টোয়েন্টিতে ৬৪ উইকেট পেয়েছেন। শাহীন পিএসএলে লাহোর কালান্দার্সের নেতৃত্বও দিয়েছেন এবং ২০২২, ২০২৩ সংস্করণে দলকে শিরোপা জিততে সাহায্য করেছেন।

বাবর আজম তিন ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর শান ও শাহীনকে অধিনায়ক করা হয়। ওয়ানডে ফরম্যাটে পাকিস্তানের অধিনায়ক কে হবেন তা এখনও চূড়ান্ত হয়নি।

৯৭ ডেস্ক

Read Previous

শামির সাতে ফাইনালে ভারত

Read Next

মোহাম্মদ হাফিজ পাকিস্তানের ডিরেক্টর অব ক্রিকেট

Total
0
Share