

৪৬৩ ম্যাচ, ১৮,৪২৬ রান, ৪৯ সেঞ্চুরি, ৯৬ ফিফটি- ওয়ানডেতে শচীন টেন্ডুলকারের রেকর্ডকে মনে করা হত ভাঙা যাবে না কখনোই। তবে আরেক ভারতীয় ভিরাট কোহলি ভেঙেছেন সর্বোচ্চ ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড।
২৯১ তম ম্যাচে এসে নিজের ৫০ তম সেঞ্চুরির দেখা পেয়েছেন ভিরাট। সেটা মাঠে বসে দেখেছেন শচীন টেন্ডুলকার। রেকর্ডটা স্বদেশী ভেঙেছেন বলে শচীনের আনন্দ বেড়েছে বহুগুণ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শচীন টেন্ডুলকার ভিরাট কোহলিকে শুভেচ্ছা জানিয়ে এক বার্তা দিয়েছেন, রোমন্থন করেছেন ড্রেসিংরুমের স্মৃতি।
শচীন লিখেছেন, ‘আমি প্রথমদিন যখন তোমাকে ভারতীয় ড্রেসিংরুমে দেখেছি সেদিন তোমাকে নিয়ে সতীর্থরা আমার পা ছোঁয়া নিয়ে প্র্যাঙ্ক করেছিল। আমি সেদিন হাসি আটকে রাখতে পারছিলাম না। তবে দ্রুতই তুমি আমার হৃদয় ছুঁতে পেরেছিলে তোমার প্যাশন ও স্কিল দিয়ে। আমি খুব খুশি সেই তরুণ ছেলেটা আজ ‘বিরাট’ খেলোয়াড় হয়ে যাওয়ায়।
আমার রেকর্ড কোন ভারতীয় ভাঙায় আমি বেজায় খুশি। আর সেটাও এমন মঞ্চে, বিশ্বকাপের সেমিফাইনালে, আমার হোম গ্রাউন্ডে- আনন্দ বাড়িয়েছে বহুগুণ।’
সর্বোচ্চ ওয়ানডে সেঞ্চুরি-
১. ভিরাট কোহলি (ভারত)- ২৭৯ ইনিংসে ৫০
২. শচীন টেন্ডুলকার (ভারত)- ৪৫২ ইনিংসে ৪৯
৩. রোহিত শর্মা (ভারত)- ২৫৩ ইনিংসে ৩১
৪. রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)- ৩৬৫ ইনিংসে ৩০
৫. সনাথ জয়সুরিয়া (শ্রীলঙ্কা)- ৪৩৩ ইনিংসে ২৮।