শচীনের ২০ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন কোহলি

শচীনের ২০ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন কোহলি
Vinkmag ad

২০০৩ বিশ্বকাপের ফাইনাল খেলেছিল ভারত। টুর্নামেন্ট জুড়ে দারুণ খেলা ভারত ফাইনালে হেরেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। স্বপ্নের মত এক টুর্নামেন্ট কাটিয়েছিলেন শচীন টেন্ডুলকার। ১১ ইনিংসে ব্যাট করে ৬১.১৮ গড়ে ৬৭৩ রান করেছিলেন এই লিটল মাস্টার।

৬ ফিফটি ও ১ সেঞ্চুরিতে শচীন গড়েছিলেন এক বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড। বিশ্বকাপের ইতিহাসে এই রেকর্ড টিকে ছিল আজকের আগ অব্দি। ২০ বছর বাদে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেই রেকর্ড ভাঙলেন তাঁর স্বদেশী ভিরাট কোহলি।

৯ ইনিংসে ৫৯৪ রান নিয়ে আজকে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে নামেন কোহলি। এর আগে বিশ্বকাপের নকআউট স্টেজে কখনো ফিফটির দেখা না পাওয়া কোহলি ৫০ এর গন্ডি পার করেন।

দাপুটে এক ইনিংস খেলার পথে ছাড়িয়ে গেছেন টেন্ডুলকারের ৬৭৩ রানের রেকর্ড। এক বিশ্বকাপে এখন সর্বোচ্চ রানের রেকর্ড কোহলির দখলে।

এক বিশ্বকাপে সর্বোচ্চ রান-

১. ভিরাট কোহলি (ভারত, ২০২৩)- ৭১১ 
২. শচীন টেন্ডুলকার (ভারত, ২০০৩)- ৬৭৩
৩. ম্যাথু হেইডেন (অস্ট্রেলিয়া, ২০০৭)- ৬৫৯
৪. রোহিত শর্মা (ভারত, ২০১৯)- ৬৪৮
৫. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া, ২০১৯)- ৬৪৭

৬. সাকিব আল হাসান (বাংলাদেশ, ২০১৯)- ৬০৬
৭. কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা, ২০২৩)- ৫৯১
৮. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড, ২০১৯)- ৫৭৮
৯. রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড, ২০২৩)- ৫৬৫
১০. জো রুট (ইংল্যান্ড, ২০১৯)- ৫৫৬।

৯৭ ডেস্ক

Read Previous

এবার ঐশ্বরিয়ার কাছে ক্ষমা চাইলেন রাজ্জাক

Read Next

কোহলির জোড়া রেকর্ডের দিনে ভারতের রানের পাহাড়

Total
0
Share