এবারের ভারত বিশ্বকাপে পাকিস্তান সমর্থকদের দিয়েছে কেবল হতাশা। বিশ্বকাপের আগে দারুণ ছন্দে থাকা পাকিস্তান টুর্নামেন্টে অংশ নিয়েছিল শিরোপা জয়ের লক্ষ্যে। কিন্তু সেমিফাইনাল নিশ্চিত করতে পারেনি বাবর-রিজওয়ানরা। এমনকি আফগানিস্তানের কাছেও পরাজিত হয় দলটি। ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষ না হতেই বাবরদের দায়িত্ব ছাড়ছে কোচিং স্টাফরা। আর চারদিক থেকে ভেসে আসছে কড়া সমালোচনা
বলিউড নায়িকাকে নিয়ে বিতর্কিত মন্তব্য প্রাক্তন পাক ক্রিকেটার আব্দুল রাজ্জাকের। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমালোচনায় অদ্ভুত যুক্তি হিসাবে হাজির করলেন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়াকে টেনে। পাকিস্তানের এক শীর্ষস্থানীয় টেলিভিশন শো’তে আব্দুল রাজ্জাক এভাবেই বলেন,
‘যদি আমি ভাবি যে ঐশ্বরিয়ার সঙ্গে আমার বিয়ে হবে, তারপর সুন্দর সুন্দর সন্তান হবে, সেটা কি কখনও সম্ভব! আগে নিজের মানসিকতা ঠিক করতে হবে। বুঝতে হবে যে আমি কী চাই। না হলে ভালো ক্রিকেটারও তৈরি হবে না আর পাকিস্তানও জিততে পারবে না।’
একজন প্রাক্তন ক্রিকেটার কীভাবে নারী-বিদ্বেষী এমন মন্তব্য করলেন, তা নিয়েই সরব ছিল সোশ্যাল মিডিয়া। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যাওয়া ভিডিওতে দেখা যায় রাজ্জাকের পাশেই বসেছিলেন শহীদ আফ্রিদি, উমর গুল এবং সাইদ আজমল। যথেষ্ট তোপের মুখে পড়ে শেষপর্যন্ত ক্ষমা চাইতো হল রাজ্জাককে। অবশ্য আফ্রিদিই রাজ্জাককে এই কাণ্ডে ক্ষমা চাইতে বললেন।
সামা টিভিতে প্রকাশিত এক ভিডিও বার্তায় আব্দুল রাজ্জাক বলেন, ‘আমি আব্দুল রাজ্জাক। গতকাল আমরা ক্রিকেট কোচিং ও উদ্দেশ্য নিয়ে কথা বলছিলাম। সেখানে ভুল করে আমি ঐশ্বরিয়া রয়ের নাম আনা হয়েছে। ব্যক্তিগতভাবে আমি তাঁর কাছে ক্ষমা চাই। কাউকে আঘাত করা আমার উদ্দেশ্যে ছিল না। আমার অন্য উদাহরণ দেওয়া উচিত ছিল। ভুল করে তাঁর নাম নিয়ে ফেলেছি।’