

উইকেট কেমন হবে এটা নির্ধারণে স্বাগতিক দল মুখ্য ভূমিকা পালন করে। তবে আইসিসি ইভেন্টে সাধারণত স্পোর্টিং উইকেটই প্রস্তুত করা হয়। তবে চলমান বিশ্বকাপের সেমিফাইনালে তেমনটা হবে না বলে জানা গেছে ভারতীয় গণমাধ্যমের বরাতে।
আজ দুপুরে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ড লড়বে সেমিফাইনালে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী এই ম্যাচের উইকেট হবে স্লো। মূলত স্বাগতিক দলের টিম ম্যানেজমেন্টের চাওয়াতেই বিসিসিআই কিউরেটর এমন উইকেট প্রস্তুত করবে।
টিম ম্যানেজমেন্টের প্রেসক্রিপশন- উইকেটে থাকা ঘাস যত সম্ভব ছেটে ফেলো।
ইন্ডিয়ান এক্সপ্রেসের মতে ব্যাঙ্গালুরুতে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের পরেই টিম ম্যানেজমেন্ট কিউরেটরদের বার্তা দেয়।
উল্লেখ্য, বিসিসিআইয়ের লোকাল কিউরেটররা বিশ্বকাপে পিচ দেখভালের জন্য একটা কমিটি গঠন করেছে। আইসিসিও প্রত্যেক খেলার ভেন্যুতে তাঁদের এক্সপার্ট পাঠিয়েছে।
মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) এর এক কর্তা নিশ্চিত করেছে যে ভারতীয় দল থেকে উইকেট সম্পর্কে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে। আর সেটা ভারত ভেন্যুতে পৌছানোর আগেই।
তবে উইকেট স্লো হলেও সেখানে তেমন টার্ন থাকবে না বলে জানা গেছে। ঘরের মাঠে স্লো উইকেটে সাফল্যমন্ডিত অতীতই এমন প্রেসক্রিপশনের কারণ।
২০১১ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবার পর ২০১৫ ও ২০১৯- দুইবারই বিশ্বকাপের সেমিফাইনালে গিয়ে শেষ হয়েছে ভারতের বিশ্বকাপ মিশন। তবে এবার ঘরের মাঠে সেই গেরো কাটাতে চায় রোহিত শর্মার দল। অবশ্য নকআউটে আসার আগে ভারত খেলেছে নিজেদের সেরা খেলাটা। টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল তারাই।