সাকিব-তামিম সাক্ষাৎকার ইস্যুতে রিপোর্টের অপেক্ষায় বিসিবি

পাপন সাকিব টিটু বিসিবি
Vinkmag ad

বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বিশ্বকাপে যাওয়ার আগে স্পোর্টস চ্যানেল ‘টি স্পোর্টস’কে যে সাক্ষাৎকার দিয়েছেন, তা নিয়ে নতুন করে আলোচনা উঠেছে। সেই সাক্ষাৎকারের আগে সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল একটি ভিডিও বার্তার মাধ্যমে খোলাখুলি বিভিন্ন কথা বলেছেন। দলের ম্যানেজমেন্ট থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী এসমস্ত বিষয়ে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। আজ মিরপুরে গণমাধ্যমকর্মীদের সাথে বিষয়গুলি নিয়ে কথা বলেছেন বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।

বিশ্বকাপ খেলতে ভারত যাওয়ার একেবারে অন্তিম সময়ে বাংলাদেশ অধিনায়ক সাকিব একটি সাক্ষাৎকার দিয়েছেন। যা ‘টি স্পোর্টস’ এ প্রকাশিত হলে, এ নিয়ে নানা আলোচনা ও সমালোচনা হয়েছে।

এর আগে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর দেখা যায় সেখানে নেই ওপেনার তামিম এর নাম। এরপর তা নিয়ে নানা আলোচনা উঠেছে। দল দেশ ছাড়ার পর তামিম একটি ভিডিও বার্তা দিয়ে বিভিন্ন বিষয় নিয়ে সেসময় খোলামেলা কথাবার্তা বলেছেন।

বিশ্বকাপে বাংলাদেশ একেবারেই ভালো কিছু করতে পারেনি। গ্রুপ পর্বে খেলা ৯ ম্যাচের মধ্যে ২ টি’তে এসেছে জয়। এর বাইরে সব ম্যাচে হার গুনতে হয়েছে দলটিকে। সেসময়ই প্রশ্ন এসেছে, বাংলাদেশের এমন পারফরম্যান্সে সাকিব এর দেওয়া সেই সাক্ষাৎকারের কোনো প্রভাব রয়েছে কিনা, কারণ, সেই আলোচনায় সাকিব বিভিন্ন স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলেছেন।

আলোচনার বড় একটি অংশজুড়ে ছিল তামিম এর নাম। এই পুরো বিষয় ও এর প্রভাব নিয়ে অবশ্য সাকিবের কাছেও বিশ্বকাপ চলাকালীন সময়ে প্রশ্ন এসেছে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক খুব স্বাভাবিকভাবেই জানিয়েছেন, প্রভাব থাকতে পারে।

দলের এমন ভরাডুবি পারফরম্যান্সের পর বাংলাদেশ দল এখন দেশে ফিরেছে। বিসিবি কিছুটা নড়েচড়ে বসতে যাচ্ছে। জানা যায়, বোর্ড এখন অপেক্ষা করছে দলের ম্যানেজমেন্ট থেকে রিপোর্ট প্রাপ্তির জন্য।

তানভীর আহমেদ জানান, “স্বাভাবিক প্রক্রিয়া যেটা টিম ম্যানেজমেন্ট আমাদের রিপোর্ট দেয় সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই বাকি সিদ্ধান্ত নেওয়ার কথা। সেই অনুযায়ী কার্যক্রম চলছে। রিপোর্ট আমরা পেলেই যা যা সিদ্ধান্ত নেওয়া দরকার তা করা হবে।”

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আরও বলেছেন, এমন আলোচনা বিশ্বকাপের আগে না হলে দল হয়ত আরেকটু স্বস্তির জায়গায় থাকত।

“সিনিয়র ক্রিকেটাররা আসলে নতুন ক্রিকেট খেলছে না। তারা তাদের চুক্তি সম্পর্কে জানে। বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটের তালিকায় প্রথমের তাদের নাম চলে আসবে। তারা যা করেছে তা নিয়ে যা সমালোচনা বা আলোচনা হয়েছে টুর্নামেন্ট শুরুর আগে, এসব যদি না হতো হয়ত বা আমরা একটু স্বস্তির জায়গায় থাকতাম। না হলে হয়ত আরও ভালো হত।”

দলের অধিনায়ক সাকিব তাঁর দেওয়া সাক্ষাৎকারের বিষয়ে কোনো ধরনের অনুমতি নেয়নি বলেও জানিয়েছেন তানভীর আহমেদ। তিনি নিজেও পুরো বিষয়টি মিডিয়ার মাধ্যমেই জানতে পেরেছেন। এ বিষয়ে রিপোর্ট পাওয়ার পর ‘ডিসিপ্লিনারি কমিটি’ যদি মনে করে, তবে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

“আমাদের ডিসিপ্লিনারি কমিটি আছে। রিপোর্ট পাওয়ার পর এটা নিয়ে ‘প্ল্যান অফ অ্যাকশন’ যা থাকবে তা নেওয়া হবে। যদি কমিটি মনে করে কিছু দরকার, তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”

৯৭ ডেস্ক

Read Previous

এবার পুরো নির্বাচক প্যানেল সরিয়ে দিল পিসিবি

Read Next

সেমিফাইনাল গেরো কাটাতে ভারতের পিচ প্রেসক্রিপশন

Total
0
Share